শঙ্খপাপ আমার
পেন্সিল এবং কীবোর্ডে জমে উঠেছে বিষাদ
একটি বিপুল খেলার পরে শূন্য গোলপোস্টের অলসতা
তার কানের দূলে ভর করে;
গতকাল-ও ঝড়ে পানি জমে ছিলো নারায়ণগঞ্জে
মেরুদণ্ড বেয়ে উঠে যাওয়া সিঁড়িতে অবিশ্রাম
জেগে ছিলো একটি স্পর্শের মৌনরেলিঙ
দুর্গপতনের অহংকার নিয়ে কেটে যায় দিন
মাছের বাজারে কাঁধ ঝাঁকায় একালাপরত বাবুরা!
সেলাই বিচ্ছেদে জেগে উঠে
চারুকলা টিএসসি
তারপর মেঝের লাজুক রঙ দেখতে
দু'গাছি শিমুল গাছ ছাড়িয়ে গিয়েছিলো জানলার গ্রীবা
মৃত্যু মানে স্লেজগাড়িতে রাত পার করা জিপসীর ঠোঁট
প্রতারক কিছু নুড়িপাথর হঠাৎ মুজো-জুতোয় ঢুকে পড়ে
নারায়ণগঞ্জের জলাবদ্ধতায় তখন জীবন খেলা করে মাতাল
১৫/৪/২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।