আমাদের কথা খুঁজে নিন

   

'দি সার্চ' এ খোজাখোজি শ্যাষ কইরা জলিল সাব এখন 'ইস্‌পিড' এ ব্যাস্ত

আলো নয় আধার খুজি ,সত্যের জন্যে নয় মিথ্যের বিরুদ্ধে যুঝি।
অনন্ত ওরফে জলিল সাহেবের সাড়াজাগানো কালজয়ী ছিঃনেমা 'দি সার্চ' এর কথা কারোরই ভুলে যাবার কথা না।যারা দেখছেন তারা তো তিন মাস 'কমায়' থাকলেও ভুলবেন না সেই ব্যাফক বিনুদনের কথা।আর যারা ভুলে যাবার পায়তারা করতাছেন তাদেরকে পুনরায় বিনুদন দিতে অনন্ত সাব রেডি তার নেক্সট ছিঃনেমা 'দি স্পীড-ডু অর ডাই' নিয়ে। আজকে ইউটিউবে এই নয়া ছিঃনেমা'র ট্রেইলার দেখার পর সবার সাথে শেয়ার করার লোভ আর সামলাইতে পার্লাম্না।আপ্নারাও একনজর দেইখা নেন আরেকটি কালজয়ী ছিঃনেমার ট্রেইলার ট্রেইলারঃ গানঃ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।