দ্যা ব্লগার অলসো.....
উৎসর্গ- কোর আই সেভেন সহ সকল আর্জেন্টাইন সাপোর্টার
কাইল রাতে আর্জেন্টাইন বকতোদের গাগরম পুস্টে গিয়া চোখ বুলাইতেছিলাম
তিনটা কমেন্ট দিছি। একটা আচিলো একজনের জবাব, দ্যাহেন।
শাওনের কমেন্ট-রক্তে আর্জেন্টিনার সাপোর্ট মিশে আছে। বিজয়ের মাঠৈ দেখা হবে।
আমার কমেন্ট- রক্তে আর্জেন্টিনার সাপোর্ট মিশে আছে।
বিজয়ের মাঠে দেখা হবে। আমগো পাড়ার চুল কাটে যে নাপিতডা হের নাম বিজয়। কিন্তু হের কুনু মাঠ আছে বইলা তো হুনিনাই। খ্যাক্সো।
যাইহোক, বকতোরা কয় ব্রাজিল নাকি চুরি কইরা এবারের ফাইনাল পর্বে গেছে।
বৎসগন সবাই তো জানে, আর্জেন্টিনা প্লে অফ খেইলা টাইনাটু্ইনা মেট্রিক পাশ করছিলো। এবং সবাই শিক্ষক মরাডুনাকে হটানোর লাইগা জোর দাবি তুলছিলো। ব্রাজিল ব্রাজিলের মতোই গ্যাচে।
কাইলকা পুস্ট পইড়া আইজ সকালে পেপার ঘাটতে ছিলাম। একটা খবরে চোখ আটকায়া গেলো
আর্জেন্টিনার ভয় খোদ মরাডুনাকেই!!
খোদ আর্জেন্টাইনরা ডরাইতেছে, ২য় রাউন্ডে যাইতে পারবো কিনা।
আর ডরাইতেছে কোনো বিপক্ষ দলরে নয়, মরাডুনারেই!!!!!!
আমি কই কি, অ্যাট লিস্ট ২য় রাউন্ডে যদি খেলতে মঞ্চায়,তাইলে মরাডুনারে হঠাও!!!
***হেগো দেখাদেখি আর এক নাদান ব্রাজিল সাপোর্টারে পুস্ট দিছিলো। হের উদ্দেশ্যে একখান কমেন্ট দিছিলাম এই পুস্টে
ব্রাজিল বকতোদের কই কি, হুদা টেনশন লওনের কাম নাই। ডরাইলে ফ্রান্স এর ডরাও, পর্তূগালরে ডরাও। হেরা যা একটু ফাইট দিবার পারে আমগো লগে, কি কও??? আর্জেন্টাইনরা কুনুসময়ই ৩ডার বেশি লয়না আমাদের থন। ওরা আমগো লগে হারারা সময় একটা স্ট্যাটাস মাইনা চলে।
আর এইবার নিজেরাই নিজেগো ডরাইতেছে!!!!
ব্রাজিল বাতচিতে বিশ্বাসি না, কামে বিশ্বাসি। নাকে তেল দিয়া ঘুমাও গিয়া। বিজয় মিছিলে লাফালাফি করার লাইগ্যা এনার্জির দরকার হইবো। আর আর্জেন্টিনার বকতোদের লাইগ্যা একখান সৎ পরামর্শ- টুর্ণামেন্ট শুরুর আগে লাফালাফি কইরলে ১ম রাউন্ডের পর কান্নাকাটির লাইগ্যাও তো কিচু এনার্জির দরকার হইবো নাকি??
**কেউ গোস্বা করলে খেলুম না@আর্জেন্টাইন বকতোরা***
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।