যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!! আমি হাইকোর্টের সেই বিচারপতি হতে চাই না , যিনি প্রতিনিয়ত বিব্রত হন ।
আমি সেই পুলিশ অফিসার হতে চাই না , যিনি দেশ সেবার শপথ নিয়ে চাঁদাবাজি করেন ।
আমি সেই নেতা হতে চাই না , যিনি নিজের নামটাও সই করতে পারেন না ।
আমি সেই আওয়ামীলীগার হতে চাই না , যিনি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেন ।
আমি সেই বিম্পি হতে চাই না , যিনি গণতন্ত্র রক্ষার নামে গনতন্ত্র নাশে ব্যস্ত ।
আমি সেই হেফাজতি হতে চাই না , যে ধর্ম রক্ষার নামে ধর্ম গ্রন্থ পুড়িয়ে ফেলেন ।
আমি সেই জামাতি হতে চাই না , যে ধর্ম নিয়ে ব্যবসা করেন ।
আমি সেই ডাক্তার হতে চাই না , যিনি মানব সেবার নামে কসাইগিরি করেন ।
আমি সেই সাংবাদিক হতে চাই না , যিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের নামে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেন ।
আমি সেই ফেসবুক সেলেব্রেটি হতে চাই না , যিনি আম ফেসবুকারদের প্রতি নাক সিটকান ।
আমি সেই সুশীল হতে চাই না , যিনি হাজারো নিরপরাধ মানুষের মৃত্যুতেও চুপ থাকেন , কিন্তু এক সন্ত্রাসীর ক্রসফায়ারে মানবাধিকার কপচান ।
আমি সেই লুল হতে চাই না ,যে ব্লগে ফেসবুকে লুলামি করতে গিয়ে ধরা খায় ,
আমি সেই ছাগু হতে চাই না , যে হাইতির দুর্ভিক্ষের ছবি বাংলাদেশের গণহত্যার নামে চালিয়ে দেয় ।
আমি সেই পেইজ অ্যাডমিন হতে চাই না , যে সপ্তাহে ছয় দিন চটি পোস্ট দেয় আর শুক্রবার ও মোমিন মুছলমান চল মসজিদে যাই পোস্ট দেয় ।
আমি তোমার প্রেমিক হতে চাই ।
আমি তোমার জামাই হতে চাই ।
আমি তোমার বাচ্চার বাপ হতে চাই ।
তোমার প্রেমিক হয়ে তোমার হাত ধরে বসে থাকতে চাই ।
এক সাথে বাদাম খেতে চাই ।
হুড তোলা রিকশায় মশকরা করতে চাই ।
একসাথে বৃষ্টিতে ভিজতে চাই ।
তোমার জামাই হয়ে এক সাথে সংসার করতে চাই ।
তোমার চিল্লাফাল্লা শুনতে শুনতে কান ঝালাপালা করতে চাই ।
তোমার বাচ্চার বাপ হয়ে তাদের ন্যাপি পরিষ্কার করতে চাই ।
তোমার সাথে থেকে আমি আমার লাইফটা হেল করে দিতে চাই ।
সো , কাম , এন্ড মেক মাই লাইফ লাইক এ হেল ।
''ইহা একটি আ.হ.সৌ প্রোডাকশন কর্তক ঘুরিয়ে প্যাচিয়ে প্রোপোজাল সংক্রান্ত প্যাঁচাল''
অনেকদিন পর ব্লগে এলাম । সবাই ভালো আছেন তো ???
আমার জন্য দুয়া করবেন । বাংলাদেশ নৌবাহিনী আর এভিয়েশনে পরীক্ষা দিয়ে এলাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।