আমাদের কথা খুঁজে নিন

   

আরো ৪৩৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ

আমি পড়তে ও লিখতে ভালোবাসি, তাইতো সবার সাথে শেয়ার করছি...

ঢাকা, ১৯ মে (শীর্ষ নিউজ ডটকম): রাজনৈতিক বিবেচনায় আরো ৪৩৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটি। আজ বুধবার কমিটির ১৮তম বৈঠক শেষে আইনপ্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে আইনপ্রতিমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কামরুল ইসলাম জানান, বৈঠকে তাদের কাছে দুদকের ১১টিসহ ৭০১টি মামলা উত্থাপন করা হয়। কমিটি এর মধ্যে দুদকের ৬টিসহ ৪৩৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে।

তবে এর মধ্যে প্রধান বিরোধী দল বিএনপির কোনো মামলা নেই। বুধবারের বৈঠকে উল্লেখযোগ্য যাদের মামলা প্রত্যাহার করা হয়, তার মধ্যে- সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহীর ১টি ও সাবেক সংসদ সদস্য এস এম আবু সাঈদের ২টি মামলা রয়েছে। প্রসঙ্গত, এ পর্যন্ত কমিটির কাছে ৮ হাজার ৪শ ৩টি মামলা উত্থাপন করা হয়। কমিটি যাচাই-বাছাই করে ৫ হাজার ১শ ২৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে। কমিটির কাছে আরো সাড়ে ৩ হাজারের মতো মামলা রয়েছে বলেও জানান কামরুল ইসলাম।

এদিকে, পল্টনে বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, সমাবেশ থেকে তারা কী কর্মসূচি দেবে, তা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়। সবধরনের কর্মসূচি মোকাবেলার মতো প্রস্তুতি আমাদের আছে। (শীর্ষ নিউজ ডটকম/আরএইচ/আবি/এসএম/১৫:৩৮ঘ.)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।