আমাদের কথা খুঁজে নিন

   

বসে একখানা কবিতা লেখি

অতি দুঃখ কষ্ট বেদনা ভালবাসা না পাওয়ার পরিমাপে আমার সকল আনন্দ বা একমাত্র ভাললাগবার জন্য কবিতা লিখতে থাকি। আর আমার জীবেন চরমঅর্থে কবিতা/লেখাকে স্থান দিয়েছি।

তব প্রেম নহেকো নয়নে নিল আঁখি কাজল বোধ হয় দেধিল মোরে লজ্জা পেয়ে যায়। দেখবার বহায় ব্যকুল বৈকাল তুমি অসুন্দর কেমন হবে যায় চলে এমনিতে লাগে দারুন তব প্রেম যে আছে কোন এক প্রিয়ার কথার বুলি, ভীতু দুর্বল কিচ্ছু হবে না তোর লাগে আড়ি ? যে নয়নে আনিতে করি সেই নয়নে কৈ চিনি, সখি চাঁদ আকাশে জোস্নার কেমন পরিনতি? তব প্রেম যে, না হয় হইলাম তোর প্রেমেতে বসে কবিতা লেখি চতুর জগতে তুমি এ বোকা ভাবেতে কত ফাঁকি কিচ্ছু পাবে না আসার ঘরে সখি দেখ যায় বোকার আদপ যত সব তুমি? তাহার ভালয় সুব্রত দাসের এর একটি চিঠি কেহ মজিল না নদীর পারে পুষ্প ফুটার পালি আসনা তব রমনীরা, কি নাম জানিতে পারে_ মম নাম নাসরিন বাসি খেলতে খেলতে চলি- বলি যৌবনা তুই বড্ড পাজি । আমিও ছিলাম বসে এক খানা কবিতা লিখি তব প্রেম যে নহে নয়নে মিল আঁখি কাজল। তব প্রেম যে বসে একখানা কবিতা লেখি চল? তুমি তারেতে হাসো, আমি তাই নিয়ে থাকি খুশি পলাশ ফুল দিতে হারে না পারো দিতে তারে, নদির উপার এপার কুঞ্জক্ষনে আহা মরি মরি। আমি কহি দাও মোরে দিব তারে তুমি যাহারে বড্ড বাসে ঐ তো কাঁদে হাতে টুনটুনি। চালাক মন কাঁদে না, আমি যে তোর বড্ড বোকা, এমন প্রিয়সী পাইবানা এই পল্লিয় একজনী মনতুলনা সে কথা কি বলিতে হয় তাহলে শুনো_ তা-তা থৈ থৈ নাচনা সখি কোমর দোলায় হা নাচবো আমি, অঙ্গনে মোর প্রেমের জোয়ার, তাধের ধীন ধীন চুপ কর ওহে পর থাকাও বাসি সার মুলক মেতেছে তাহার সবুজ মেলায়। আচ্ছা বেকুব এত থুয়ে তোগোক লাগলো ভালো মোর তব প্রেম যে নয়নে-নয়নে মিলি আঁখি কাজল ? তব প্রেম যে এহাই উত্তম বসে কবিতা লেখি চল....................... অবহেলারক্রা্ন্তী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।