h
নষ্ট পৃথিবী, নষ্ট্ মানব, নষ্ট সকল ধারা
ছলনায়, কামনায় বাড়িছে শুধু ।
ভন্ডামি নষ্টামি জলধারা সম হয়ে
র্মত্যবাসী পেয়েছে যেন অমৃত মধু । ।
শিক্ষা ধরেছ, করেছ পাঠ, করেছ কি মনন
পরাণ বীণার তারে।
প্রেম রতন, আলোকিত ভূবণ
হয়েছে ভ্রম বুঝি বারেবার।
।
আকাশ বাতাস নক্ষত্র তারা
সকলই যে কম্পমান।
কথার ছলে, দুষ্ট জালে
প্রাণহীন দেহ,নষ্ট গান। ।
কলঙ্ক চাপিয়ে, অপবাদের তীলক পরে
যারাই হয়েছে অপমান রাজ্যের রাজা।
আলোর প্রতিফলনে, তব সত্তা¡ আজ
সকল প্রানন আজ কাটিছে সাজা। ।
ক্লীবত্ব তোমার দূর হোক, শান্ত হোক আত্মা
দুষ্টের কঠোর উৎপাটনে ।
ভাল তুমি হতে চাও, মানবের মাঝে
পারিবেনা তুমি বিবেকের তাড়নে। ।
সাময়িক লজ্জা ঘৃনা, অপমান যার তরে
তারে তুমি সাধিছ বারেবার।
ইষ্ট প্রতিষ্টার, সত্য প্রতিষ্টার মহান ব্রতে
রক্তের বন্যা আসুরিক সমাজে ধ্বনিছে ঝংকার। ।
তব ক্ষীনকাল, এই ছদ্মবেশ ধরি
হইয়াছ মহান এ ভবের বাজারে।
সেই দিন দেরি নাহি আর
বুঝিবে সত্য কি বলে আহারে।
।
ছোট ছোট ফাঁক, ছোট ছোট বাঁক
হবে ক্রমে ক্রমে বহমান।
ধরিত্রী ভরিবে নষ্টের জঞ্জালে
প্রভু তোমারি করি আহবান। ।
র্ঈষার অনলে পোড়াইতে চাহি কিছুক্ষণ
তোমার এ র্দুদিনে তব
শক্তি, বিশ্বাস, উপলব্দি যদি থাকে
আমি দুহাত ভরিয়া লব।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।