পঙ্খিরাজে চাদেঁর দেশে
আমার ছেলে শাহ মুসতাকিম আলম । তার বয়স বাইশ মাস কুড়িদিন। সে তিন মাস দশ দিন মায়ের সাথে বাংলাদেশে ভ্রমন শেষে আজ লন্ডনে আসছে। লন্ডনের স্থানীয় সময় দুপুর বারো ঘটিকায় বাংলাদেশ বিমানে হিথরো এয়ারর্পোটে অবতরন করবে বলে আশা করা যাচ্ছে। আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
এই র্দীঘদিন তাকে মিস করেছি। বিশেষত আমি ও আমার ভাতিজি, ভাতিজা (আজহা, মুহাইমিন) । তোমার আগমনে আমরা খুবই আনন্দিত।
To Mustaqim
From Ajha with love
To Mustaqim
From Muhaymin with fun
আমার পক্ষ থেকে ভালোবাসার নির্দশন স্বরুপ নিন্মের কবিতা
ছায়া ও মায়া
মুকুট নয় মুখের কথা হোক সোনার চে’ দামী
সত্যের পথে তুমি হও আপোষহীন সংগ্রামী।
তাকিয়ে থাকবে জনতা শান্তির মধুর বাণী শুনে,
কি পেলে বা না পেলে জীবনে দেখবে না গুনে!
মনের নির্ভেজাল সুখ চলার একমাত্র ঐশ্বর্য হবে,
আমার ছায়া ও মায়া সাথী হয়ে অনন্তকাল রবে!
মাধুর্য ব্যবহারে সবার অন্তর করে নেবে জয়,
রটিত হোক তোমার আনন্দের সঙ্গিত বিশ্বময়।
জীবের প্রতি সহানুভূতি স্রষ্টার আরাধনা তুল্য,
বণ্টন করো অনাহারীদের নিজের সামর্থমূল্য।
নেত্র প্রশারিত করো প্রভুর প্রদত্ত সরল পথে,
রবির আলোর মত উজ্জ্বল থেকো জীবন রথে।
জগতি তোমার কল্যাণ করুণ বরণীয় ক্ষণে,
ললিত লক্ষ্যে অনঢ় পদক্ষেপে সংসার রণে।
ছন্দময় আনন্দ প্রত্যহ জীবনের বাঁকে থাকুক,
বিত্ত বৈভবে নয় চিত্তে বাস করে অনাবিল সুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।