আমাদের কথা খুঁজে নিন

   

যত দূরে যাবে বন্ধু, একই যন্ত্রণা পাবে বন্ধু



যতবার চেয়েছি যেতে এই হতচ্ছাড়া সময়কে ছেড়ে দূরে,বারংবার এসে দাঁড়িয়েছে আমার পাশে। ব্যক্তিগত দিনলিপি পাল্টে চেয়েছি হতে অন্যরকম। চেষ্টাই সার! আমার আমিকে ঢেকে রেখেছি প্রতিবিম্বিত বেদনার পোষাকে। পরিচিত শহরের অলিতে-গলিতে খুঁজে ফিরেছি স্বস্তির আশ্বাস,পরিবর্তে পেয়েছি গলিত স্বপ্নের তীব্র গন্ধ। জিভে তিতকূটে স্বাদ শুধুই জাগিয়েছিল বিবমিষা। এভাবে বহুদিন একদিন হয়ে ফিরে এসেছে আর ব্যক্তিগত বিষাদের পান্ডুলিপি রাত্রিকে করেছে অস্বস্তিকর। দূরে যাবো বলে এত কাছে এসে পথ রুদ্ধ করে দাঁড়ায় প্রতারিত স্বপ্নের জাল। অস্থি-মজ্জায় যেন অসম্ভব অস্থিরতা;অথচ পা বাড়িয়েও যাওয়া হয় না এই জীবন থেকে বেশি দূর..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।