সেই কবেকার কোনকালের কথা
সবে আমি পা রেখেছি আমার কিশোরীবেলায়
স্বপ্ন আমার দুচোখে
আলতো প্রজাপতির ডানা ছুঁইয়ে করছে উড়োউড়ি
বাবা-মা-বোনেদের অনেক আদরে
ব্ন্ধুদের সাথে গল্পে, হাসিতে
আর স্কুল, পরীক্ষা, পড়ালেখায়
কিভাবে যে কেটে যেতো সময় অদ্ভুত এক ছন্দে
তারপরে একদিন, একদিন সেইদিন-
আমার মনের দরজায় খটাখট শব্দে চমকে উঠলাম
কে? কে? কে?!!
ভীষণ খুঁজে খুঁজে আমি অস্থির
বারেবারে চমকে উঠি
এদিক চাই, আর ওদিক
আমার চোখের সামনেতো কেউ নেই, কিছু নেই
কিন্তু মনের জানালায় কার মুখ
যেন উঁকি দিয়ে দিয়ে যায়
আমি দেখিনি তারে, আমি চিনিনি
তবু মনে হয় কত না চেনা
হাজার বছরের পরিচয়
সেই মুখ আধেক হাসিতে আমাকে অভয় দেয়
আর...............
আর আমি শুনতে পাই অদ্ভুত এক সুর
সেই সুরের আবেশ আমাকে সম্মোহিত করে তোলে
আর সেই সুর ভালবাসার ডাক দিয়ে যায়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।