আমাদের কথা খুঁজে নিন

   

সে দিন দুজনে



নচিকেতা তখন মস্তকের উপুরে। প্রকৃতি ছিলি উষ্ণ। তবু কিসের যেন সিগ্ধতা ছিলি। আমি তুমি হেঁটে চলিছি সেই গেঁয়ো পথের ধুলোতে। প্রাঞ্জল নগ্ন কিচু বৃক্ষের ছায়া’য় রৌদ্রের তেজ ভূমিতে না কম ছিলি।

আমাদের সে দিকে কোনো খেয়াল আছিল না, না আছিলি কোনো প্রকৃতোর খেলায়, শুধু দুজনে কিসের যে এত প্রলাপ বকে চলিছিনু তার কিছুই নেইকো স্মরণ। কত কথার মেগেতে মোরা আকাশে আকাশে বাতাস হয়ে চলিছিনু। আমাদের দুজনার হাত ছিল দুহাতে ছিলাম খুব কাছাকাছি হঠাৎ কেন যেন দ্বীধা বাড়িতে থাকে। একটু লোকালয়ে আসি পড়িছি। টোংয়ের দোকান বিকি-কিনিতে মত্ত।

কোলাহল বাড়িতেছে তারপর হাতাহাতি। একি ! আমাদের কত্ত আশা আছিল আজ। সবই কিগো ভেস্তে যাবে। ওরাতো এদিকে আছিছে। আমরা দুহত ধরিয়েই দৌড়িতে থাকিনু নিরাপদের খোঁজে।

আ! আমরা মাথাটা চক্কর দিয়ে উঠিল। কোথায় কোথায় মোর সুয়া পঙ্খি? তুমি কি হারালে না লুকালে ও মোর আত্মজা। মুই আবার ফিরে এনু খানাতলায়। না না কোথাও নেই। তিরিক্ষিত মানুষের বিশৃঙ্খল ছুটোছুটিতে আমি দুলিতেছি জলের ডেউয়ের উপর থাকা অসহায় পিঁপড়ের লাকান।

মুই চিৎকার করে ডাকিতে থাকিনু তোমায়। না না না কোথাও সাড়া নেই। এক নিমিষে কোথায় হারালে গো দামীনি। পৃষ্ঠ ও অপৃষ্ঠ, নৈঋত, বৈরুত কোথায় কোথায়, কোথায় তুমি? অন্য ধরণের ভাষারীতিতে লেখতে চেষ্টা করলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।