আমাদের কথা খুঁজে নিন

   

"War Games" - দেইখ্যা মজা পাওনের মতন সাসপেন্স মুভি

আমি একজন অলস মানুষ...

প্রথমে বইল্যা রাখি - এইটা কোনো নতুন সিনেমা না, ম্যালা পুরাতন, গত শতাব্দীর! ১৯৮৩ সালে বাইর হইছিলো মনে হয়। stagevu.com এ World War লিইখ্যা সার্চ দিতে গিয়া হাজির হইসিলো। চেহারা দেইখা আর হালকা কাহিনী পইড়া নামাইয়া ফেললাম। সিনেমার কাহিনী ১৮বছরের কম বয়সী এক পোলারে নিয়া। সে বিশাল গেমের ভক্ত, যেখানেই গেমের গন্ধ পায় খেলার লাইগা তার হাত চুলকাইতে শুরু করে।

না খেইল্যা তার শান্তি নাই। সে আবার হালকা পাতলা হ্যাকারও। সেই টেক্সট মোড কম্পিউটারের যুগে ডায়াল আপ কানেকশন দিয়া সে ম্যালা তেলেসমাতি করতে পারে। মানে মাগনা কল করা, নানান নেটওয়ার্কে নাক ঢুকানো - এইসব হাবিজাবি আর কি! এই হ্যাকিং মাইরা সে তার আর তার বান্ধবীর স্কুলের রেজাল্ট পাল্টায়া ফেলা টাইপ চোট্টামীও করে। যাই হোক গেমের গন্ধ শুঁকতে শুঁকতে কি কইরা যেন সে আমেরিকার এক মিশাইল সিস্টেমে ঢুইকা পড়ে, টপ সিক্যুরিটি ব্যাপার স্যাপার।

আর কি কারবার - সেই সিস্টেমে সে ম্যালা গেমও খুঁইজা পায়। আজিব ব্যাপার মিশাইল সিস্টেমে গেম কি করতাছে?!?! কাহিনী হইল, কোন এক পাগলা কম্পু বিজ্ঞানী দুনিয়াতে পারমাণবিক যুদ্ধ লাগলে কি ফলাফল হইব তার হিসাব বাইর করনের লাইগা গেমের সাহায্যে সিমুলেশন চালাইতে এই সিস্টেম বানাইছে। সিস্টেম নিজে নিজে গেম খেলে আর অ্যানালাইসিস করে। ঐদিকে গেমপাগল পোলা তো এত কিছু জানেনা, গেম দেইখ্যাই খেলনের লাইগা তার হাত চুলকানি উঠসে। বেরসিক কম্পিউটার তারে গেম খেলনের লাইগা পাসওয়ার্ড দিতে কয়।

মাগার সে তো পাসওয়ার্ড জানে না। ম্যালা কাইকারবার কইরা স্কুল ফাঁকি মাইরা শেষমেষ সে পাসওয়ার্ড উদ্ধার কইরা তারপর লগাইতে পারে সেই কম্পিউটারে। আর বেকুব পোলা লিস্টের বাকি সব গেম বাদ দিয়া দুনিয়াটারে ধ্বংস করনের লাইগা যে গেমটা খেলন দরকার, সেই গেমটাই খেলা শুরু করে। তার এই গেমের ঠ্যালাতে আমেরিকা আর রাশিয়া কামড়াকামড়ি কইরা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দেয় আর কি, এইরকম ভয়াবহ অবস্থা! পাগলা সিস্টেম গেম কিছুতেই বন্ধ করতে দিব না। পোলা না খেললেও সে পোলারে কল দিয়া খেলতে কয়।

বেয়াদব পোলারে পুন্দানি দেওনের লাইগা এফবিআই ধইরা নিয়া যায়। তারপর ম্যালা কাহিনী, ম্যালা ফ্যাচাং। আর এখনও বাঁইচ্যা আছি তারমানে বুঝতে পারতেছেন যে পোলা শেষ পর্যন্ত গেমটারে থামাইতে পারছিলো, যুদ্ধ লাগে নাই। নাইলে কি যে হইত!! যারা সিনেমা টা আগেই দেখছেন তাগো বলনের কিছু নাই, যারা দেখেন নাই তারা ট্রাই মারতে পারেন, খারাপ লাগবো না মনে হয় - সিনেমা টা পাইবেন এইহানে । আর এর একখান সিক্যুয়েল আছে War Games: The Dead Code এইডা নামাইতে দিয়া এহন ঘুমাইতে যামু!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।