আমি লেখক নই। কিন্তু প্রথম-আলো তে একটা খবর পরে অনেক কষ্ট পেয়ে কিছু লিখতে ইচ্ছা হল।
কিছু দিন আগে BBC-র একটা জরিপ এ জানতে পারি ভারতে প্রতি ৪ জন এর মধ্যে ১ জন অভুক্ত থাকে। আর আজ "ক্ষুধার জ্বালায় মাটিই খাদ্য!" (Click This Link) শিরনাম এর খবর টা BBC-র জরিপ টা-কে আরও সত্যতা দিল।
অথচ আজই BBC তে শুনতে পাবেন ভারতে ২০০০ মাইল দুরের বস্তুতে আঘাত করতে পারে এমন ক্ষেপনাস্র পরীক্ষা হয়েছে।
জানিনা এই পরীক্ষার টাকা দিয়া কত হাজার লোককে খাওয়ানো যেত।
যে দেশ-এ এত ক্ষুধার্ত মানুষ তাদের সরকার এর কোন চিন্তা আছে বলে তো মনে হয় না। আপনারা বলতে পারেন, আমার নিজের দেশেই সমস্যর শেষ নাই। ভারত কি করল তা দিয়া কি দরকার? কিন্তু প্রতিবেশি যদি অস্থিতিশিল হয় তাইলে কক্সবাজার এ যেমন মিয়ানমার এর লোক দিয়া ভরে যাচ্ছে, অন্যান্য সীমানা এলাকাতেও যে এমন সমস্য তৈরী হবে তা বলার অপেক্ষা রাখে না।
ভারত-এর এমন কান্ডজ্ঞ্যনহীনতাকে ধিক্কার জানাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।