আমাদের কথা খুঁজে নিন

   

কবি দীপঙ্কর সেনগুপ্ত রচিত চারজন কবিতা

নর্দমার রাত, হিরন্ময় তাঁত

অযুগ্ম এতোগুলো বছর তিনমাথায় বসে এখনো দেখে ক্ষয়িত বুড়ো নড়িবাঁধা আঙুলে সেইসব কবর ঢাকা মাটি সব শব্দার্থ ইশকুল থেকে শবঢাকা কাপড় বসো! গান করি গোপন থেকে; সময়পোষা বয়স পলক ফেলা দিনরাত্রির অযুগ্ম এতোগুলো বছর ----------------------------------------------------------- ০০০০০০০০০০০০০০০০০০ (শব্দের বাইরে পরিসীমা বৃত্তের গাণিতিক সংজ্ঞা ভেবে উদাসীন অভিনয়) হাত রেখেছি মেরুমুখ দেয়ালচিত্রে লোভহীন ক্লান্তির অদূরে সংক্রমিত কান্না ভুলরঙে থাকা এমন মুখোমুখি গোপনে ঢাল দাঁড়িয়েছে হাঁটু ভেঙে ব্যর্থ নিরাশা ছোপওয়ালা বিড়ালের লেজ নেমে যায় ঘাটের দিকে জলাধার দৃশ্যপটে ঘুণপোকার কমপাঙ্ক কিংবা মেরুপ্রান্তরের পাখিরাও গরম ফেরি করে কেবল যখন রশ্মিপাত সম্বল রৌদ্র রেখে যায় নি এমন লক্ষ্যভেদী বাক্যব্ন্ধ ড্রাইভার বুড়োর নিশানা সুবর্ণ রমণীরে ছেড়ে তুলে নেয় জ্যোৎস্নার আগে কালো প্রতিমূর্তির বহিঃরেখার চিৎকার ভাব বিনিময়ে রোজকার শরীর শ্বাস-প্রশ্বাস-জীবন যেনো বস্তুতে চলে যে রতি সম্পর্ক, চলে যদি মনোনাগ তথ্য-প্রমাণ-সম-যুক্তি বাতিল ধ্বংসে ধ্বংসের বিধান এই ব্যবস্থাপত্রে তোর যদি ভরে চল পালিয়ে আমার সাথে ---------------------------------------------------------------- শব্দ শুনি আমি, হয়তো প্রতিধ্বনি-- শব্দভ্রমের সমাধি নক্ষত্রের ফাঁকে নিকষ কালো অন্ধকারে উড়ন্ত ডানার অস্থিরতায় তোমার অভ্রান্ত শরীর ঘুমিয়ে আছে বিবসন রাত্রির মোহজালে শব্দ শুনি আমি, হয়তো প্রতিধ্বনি-- শব্দভ্রমের কোল থেকে পড়ে যাবে বিড়ালের ওম -------------------------------------------------------------------- আধা ডাকটিকিট সাড়ে ছফুট লম্বা ছবি আঁকার ইচ্ছা ছিলো আমাদের। যা উচ্চতা তাতে বেয়ে ওঠার সিঁড়ি বানাতে বসেছিলো দুটো ওম দেয়া বিড়াল। জলের দিকে নেমে গেছে তেমন থাবার শরীর ও অনুভূতি। ইরাবতীর ভালো নাম আমি জানি না। বিল্লা তাকে আড়চোখে দেখে, রাস্তায় স্রেফ শোয়ানোর এবং কূটকূট খেলার জন্য, অবশ্য ব্রীড়াতেই, সাইক্কাও তাই।

বুঝতে বুঝতে বিল্লা অর্ন্তবাস পরতে পারে, তার উৎপাদিত জীবাশ্মও না পড়তে পারে। আমরা এসব কাউকে জানাই না। ফুৎনলে বাতাস তোলা বারণ। ------------------------------------------------------------------------- দীপঙ্কর সেনগুপ্ত: জন্ম: আগরতলা, ত্রিপুরা, ভারত। একজন কবি এবং চলচ্চিত্র নির্মাতা।

কাকশালিখচড়াইগাঙচিল, তার ব্লগিয় নাম। তার অন্যলেখা পড়ুন এইখানে: Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।