আমাদের কথা খুঁজে নিন

   

সেই মানুষটি আছে কেমন?



সেই মানুষটি আছে কেমন?দেখবো তারে/ এসব ভেবে দিন রাত আর কাটে নারে/ গোপন বুকে সে যে আছে পাথর চাপা/ এই দুনিয়ার বাটখারাতে যায়না মাপা জ্বলে জ্বলেই নেভে নাকি,নেভে নাকো/ দোহাই লাগে এবার তোমার প্রেমটি রাখো/ ছোট্ট বুকে আর পারিনা ভীষন জ্বালা/ তোমার আমার মিলন পথে অবাক তালা/ তালা ভাঙ্গা চাবির কথা অনেক হলো/ সেই তালাটা ভাঙ্গবে নাকি তুমিই বলো? ১৯.৪.১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।