আমাদের কথা খুঁজে নিন

   

কেন এসেছিলে মায়াবী রাতে


তুমি এলে যখন অবশেষে ক্লান্ত দেহ লুটিয়ে পড়ে আবেশে সুখ-নিদ্রাদেবীর কোলে । ঢুলোঢুলো চোখের মিটিমিটি চাহনি তোমার মুখাবয়বে আমি দেখেছি ধরনী ! পরম মমতায় হাত বুলালে তুমি আমার চুলে । আমি আজ রাজ্যের ঘুমে বিভোর তুমি কীগো পড়েছিলে ললাটে সিঁধুর ? না আমি ভুল দেখেছি ঘোর লাগা চোখে ! সতেজ তনু-মনে প্রত্যুষে চোখ খুলে দেখি তুমি কী সত্যিই আমার পাশে আছ নাকি শূন্যতায় হাহাকার করে ওঠে তখন আমার বুকে ! ওগো, কেন এসেছিলে মায়াবী রাতে কোন্ স্বপ্নপুরীর সোনালী কানন হতে আমার মনের বাগানে দিয়ে গেলে দোলা । আজও আমি ঘোর লাগা চোখে দেখি বারবার তুমি আমাতে মিশে হয়ে গেছো একাকার এত সহজেই কী তোমায় যাবেগো ভুলা ? রচনাকাল : ১৪-০৫-২০১০খ্রি.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।