হাই, আমি শারমিন টুম্পা।
আজ সকালে প্রথম আলো পড়ে মনটা খারাপ হয়ে গেল নিউজ পড়তে পড়তে হঠাৎ এক জায়গায় এসে দেখতে পেলাম -
" বরিশালের আৈগরঝাড়া উপজেলার ছবিখার গ্রামের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী রিমা আক্তার ( ১৩) মারা গেছে গত সোমবার। তার নিজের ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যর অভিযোগ করেছেন রিমাকে ধর্ষনের পর হত্যা করেছে বখাটেরা। এ অভিযোগে তারা মামলা করতে চাইলেও মামলা নেয়নি পুলিশ। " সুত্র প্রথম আলো।
যে মেয়েটি এখনো এই কঠিন দুনিয়ার কিছুই বুঝে না যার এখন বয়স হল আনন্দ করে দিন কাটানোর তাকে কিনা নারপশুরা বাচতে দিল না। তার পরিবার থানায় গিয়ে ও কোন বিচার পেল না এটা কেমন কথা , যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, এবং বিরোধীদলীয় নেত্রী মহিলা সেই দেশে কি রিমার মত অবুঝ শিশুরা নরপশুদের হিংস্র থাবা থেকে মুক্তি পাবে না, তাদের কি কোন বিচার হবে না। আমি ধিক্কার জানাই সেই সব নরপশুদের যারা রিমার মত মেয়েদের জীবন প্রদীপ নিভে দিল।
আপনারই বলুন এদের কি বিচার হওয়া উচিত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।