আমাদের কথা খুঁজে নিন

   

যখন বিয়ে করবি তখন তোর বউ করে দিবে !

alamincox@yahoo.com

হঠাৎ একদিন খুব ইচ্ছে করলো টাই পরবো। সাথে সাথে পেয়ে গেলাম বড় ভাইয়ার একটি টাই। টাইটাতে আগে থেকেই গিটটা দেওয়া ছিলো। আমি কি করলাম নিজে নিজে খুলে আবার গিটটা দিতে শুরু করলাম। আনুমানিক ১ ঘন্টা চেষ্টা করার পরও পারছিলাম না।

তখন মাকে বললাম মা আমাকে টাইটা একটু পরিয়ে দাওতো। মা বললো এখন আমি ব্যস্ত আছি। যখন আমি জোরাজোরি করছিলাম তখন মা বলে, এখন দরকার নেই যখন বিয়ে করবি তখন তোর বউ তোকে পরিয়ে দিবে। তখন আমি চিন্তা করলাম। আমার বউ যদি পরিয়ে দেয় তাহলে সে টাইয়ের গিটটাটা শিখবে কোথা থেকে।

তখন আমি কলেজে গিয়ে আমার এক বান্ধবীকে বললামম, আচ্ছা তোদের কি বাসায় টাই বাঁধা শিখানো হয় ? তখন সে হা করে তাকিয়ে ছিল। আমি আর কিছু না বলে চিন্তা করলাম ব্লগ বন্ধুদের কাছে সাহায্যটা নিতে পারি কিনা। যদি পারেন তাহলে আমাকে টাই বাঁধতে সাহায্য করেন। ছবি সহ একটি লিংক দিয়ে দেন প্লীজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।