আমাদের কথা খুঁজে নিন

   

আরও একবার ফাইনালে চেন্নাই

আইপিএলের ফাইনালে ওঠাটা যেন অভ্যাসেই পরিণত হয়েছে চেন্নাই সুপার কিংসের। আজ প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ানসকে ৪৮ রানে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে মহেন্দ্র সিং ধোনির দল। আর সব মিলিয়ে এটি তাদের পঞ্চম ফাইনাল।
১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের ইনিংস শেষ হয় ১৪৪ রানে। তবে আজকের এই ম্যাচে হার স্বীকার করতে হলেও ফাইনালের টিকিট পাওয়ার আরও একটি সুযোগ থাকছে মুম্বাইয়ের জন্য।

দ্বিতীয় কোয়ালিফায়ারে রোহিত শর্মা-টেন্ডুলকারের মুম্বাইকে মুখোমুখি হতে হবে রাজস্থান ও হায়দরাবাদের মধ্যেকার জয়ী দলের বিরুদ্ধে।
১৯৩ রানের দুরুহ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আদিত্য তারের উইকেট হারায় মুম্বাই। দ্বিতীয় উইকেটে ৭৫ রানের ঝড়ো জুটি গড়ে বেশ ভালোভাবেই লড়াই চালাচ্ছিলেন আরেক ওপেনার ডোয়াইন স্মিথ ও দিনেশ কার্তিক। নবম ওভারে স্মিথকে সাজঘরে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। ২৮ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ঝড়ো ইনিংস খেলে আউট হন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ওপেনার স্মিথ।

এরপর খুব দ্রুতই সাজঘরের পথ ধরেন দিনেশ কার্তিক ও অধিনায়ক রোহিত শর্মা। ১৬ বলে ২৪ রানের ইনিংসটি খেলে মুম্বাইয়ের পক্ষে শেষ প্রতিরোধটা গড়ার চেষ্টা করেন কাইরন পোলার্ড। ইনিংসের ১৫তম ওভারে তাঁকে ফিরিয়ে চেন্নাইয়ের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন জাদেজা। একেবারে শেষপর্যায়ে আম্বাতি রাইডুর ১৫ রানের ইনিংসটি মুম্বাইয়ের হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে। দুর্দান্ত বোলিং করে মুম্বাই ইন্ডিয়ানসকে ১৪৪ রানে গুটিয়ে দেন ডোয়াইন ব্রাভো ও মোহিত শর্মা।

মাত্র ৯ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন ব্রাভো। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।