আমাদের কথা খুঁজে নিন

   

জাভেদ-আমিনের কবিতা

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে। জেনো তুমি,আমি হাটি এই পথে

ভালবাসতাম বলেই তোমার নয়নে আমারে খুঁজেছি, ভাবলে আমায় অন্যকিছু,ফেললে আমায় সবার পিছু । আমিও কেমন অপেক্ষাতেই,চিমটি কাটি শরীরটাতেই, ঘুমে নয়,জেগে দেখি,দ্রোহে কেবল আমিই জ্বলছি । অদ্ভুতুড়ে বার্তা আসে রাত-বিরাতে, ঘুমের ঘোরে আশা জাগে তোমার পানে, কাঁচের গ্লাসটা টুকরো হয়ে পথের ধারে, শ্যাওলা জমা ফুলের টবে, রক্ত ঝরে অনেক রকম ফুলের মাঝে।

পাখি হয়ে উড়ে বেড়ায় মন যে আমার, অকারনেই শিকার করছি কেউটে আবার। নিয়তির কথা বলে অমাবস্যায় যখন প্রহর গুনি, কেমন যেন শব্দ,হয়তো গোঙ্গানি,কান্নারই শব্দ শুনি। এ ক্যামন কান্না,জল নেই চোখে, এ ক্যামন জল,তৃষ্ণা জাগেনা অন্তরে, এ ক্যামন অন্তর,বিষাদকে ভালবাসে । এ ক্যামন ভালবাসা,ভাল লাগা দূরে ঠেলে । এরপর? নিঃশব্দের অন্ধ বেড়াজাল ছিড়ে মেলাতে চাই ভালোবাসার ক্ষত।

তোমায় খুঁজি উপমায়,চৈত্রের তাপে আগুনের আল্পনা এঁকে যাই যত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।