আমাদের কথা খুঁজে নিন

   

আজ বৃষ্টিতে ভিজলাম, যা পেলাম এবং হারালাম। (একটি নাগরীক পোস্ট)

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

আজ ঢাকা শহরের সবচে পাওয়ারফুল মানুষগুলোকে(রিক্সাচালক) অগ্রাহ্য করে ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় ফিরলাম। বৃষ্টি নামার পর এই শহরের সবচে ক্ষমতাবান ব্যক্তি হয়ে যান মাননীয় রিক্সাচালকগন। ১০ চাকার ভাড়া ৪০ টাকা চায়, তাও মেনে নেয়া যায়, কিন্তু যখন গোয়ার্তুমি করে বলে যাবো না, তখন আর কি করার থাকে? মাঝে মাঝে ভাবি, এরা এত অল্প সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগিয়ে মানুষকে জিম্মি করছে। মন্ত্রী এমপি হলে না জানি কত বড়ো জিম্মি করতো!!!! সারাদিন অফিস করে আর কাহাতক অপেক্ষা করা যায়। শেষ পর্যন্ত নেমেই পড়লাম।

হাটা শুরু। ভিজতে ভিজতে বাসায়। ফলাফল: ১)কাশিটা বেড়েছে, ২) সাধের মোবাইল ফোন পানিতে ভিজে নষ্ট এবং ৩)ব্যাগের ভিতর রাখা থিসিসের গুরুত্বপূর্ণ কিছু কাগজ ভিজে শেষ। তারপরও উপভোগ করেছি এই ভেজা। অনেক দিন পর মন , প্রান খুলে নিজেকে ভেজালাম।

মনে হলো পূন্যস্নান করছি.........ভালো লাগলো, খুব শৈশবের কথা মনে পড়ছিলো ভিজতে ভিজতে.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।