প্রিয় মাধবীলতা...
সময়টা বড় বেশী এলোমেলো
সাথে এলোমেলো একটি মন
হৃদয়ে চাপা আর্তনাদ আমার
সাথে অশ্রু ভরা নয়ন।
মনের সাথে তীব্র যুদ্ধ
আর চেষ্টা নিজেকে খোঁজা
‘অপেক্ষা’ যানবাহন চলছে বেগে
চোখের আকুতি একটি খোলা দরজা।
জীবনের এই ব্যস্ত মুহূর্তে
বিধাতার মুখ ফিরে চাওয়া
হয়ত তাই হঠাৎ করেই
পেলাম সুখের আলতো ছোঁয়া।
মনে পড়ে যায় আমার
আজ পুরনো কিছু কথা
নতুন করে অনুভব করি
জীবনের একটি সত্য সদা।
তাই কি আসে যায় বলো
যদি সুখের সময়টুকু হয় সামান্য
ব্যপ্তি,দুই মিনিট সাত সেকেন্ড
যা শুধুই নিজের খুব একান্ত।
১৫.০৭.২০০৯
© ফয়সাল বিন হাফিজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।