আমাদের কথা খুঁজে নিন

   

ঈস !লিটনের এই স্বপ্ন যদি সত্য হয় !

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। লেখেছেন,Liton C. Voumik মতিঝিলে একটি ১০ তলা ভবন ধ্বসে পড়েছে। এই ভবনটি ধ্বসে পরার সাথে সাথে সমগ্র দেশ আনন্দে জেগে উঠল; টেকনাফ থেকে তেতুলিয়া মিষ্টি বিতরন চলল । । আনন্দ মিছিল চলছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলজুড়ে ।

। ... ভবনটির উপরের তলায় ছিল- বিভিন্ন দলের মন্ত্রী-এমপি সহ বিশাল বিশাল রাজনীতিবিদগণ। । যারা কেবল ক্ষমতার জন্য রাজনীতি করছে। যাদের দেশ জনগনের জন্য ন্যূনতম আগ্রহ-দায়বদ্ধতা নেই।

ভবনটির নবম তলায় ছিল- ভুঁড়ি-মেদবহুল আমলারা। তারা জনগনের বাজেট হ্রাস, স্বাস্থ্য-শিক্ষা সংকোচন করছিল। জনগনের ট্যাক্সের টাকা নয়ছয় করার পরিকল্পনা আঁকছিল। ভবনটির অষ্টম তলায় ছিল- বিশ্বব্যাংক-আইএমএফ, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর আঞ্চলিক বৈঠক। দেশের অর্থনীতির ভাগ-বাটোয়ারা, প্রাকৃতিক সম্পদ লুটপাট এসব যাদের কাজ।

দেশীয় দালালরাও ছিল, যারা সামান্য পারচেন্টের জন্য দেশ বিক্রি করে দেয়। ভবনটির সপ্তম তলায় - দুর্নীতিবাজ-ঋণখেলাপী কোটিপতিদের ব্যয়বহুল বুফে। ভবনটির ষষ্ট তলায় ছিল- লুটপাটকারি ব্যবসায়ীরা। যারা জনগনের পকেট কেটে রাতারাতি আঙ্গুলফুলে বিল্ডিং। খাদ্যে ভেজাল, নিন্মমান; সিন্ডিকেট বানিয়ে রাতারাতি দাম বাড়ানো যাদের মুলকাজ।

ভবনটির পঞ্চম তলায় ছিল- একাত্তরের পরাজিত শক্তি'র বার্ষিক সন্মেলন। সকল যুদ্ধাপরাদীও উপস্থিত ছিল। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙ্গার নীলনকশা করছিল। দেশকে পিছনের দিকে টেনে নেয়ার ছক বানাচ্ছিল। .... .... .... .... ভবনটির একদম নিচতলায় ছিল- বিজিএমইএ আর গার্মেন্টস মালিকদের রুদ্ধশ্বাস আলোচনাসভা।

তাদের আলোচনার বিষয়বস্তু হল 'শ্রমিকদের শোষণ- শ্রমঘণ্টা বাড়ানো- মজুরী হ্রাস- বোনাস বাতিল । । ভবনের অন্তঃধ্বসে গোটাদেশ নতুনভাবে জেগে উঠল। দেশের উপর থেকে অন্ধকার আকাশ সরে গিয়ে, ঝলমলে সূর্য উঠল। ।

Liton C. Voumik মতিঝিলে একটি ১০ তলা ভবন ধ্বসে পড়েছে। এই ভবনটি ধ্বসে পরার সাথে সাথে সমগ্র দেশ আনন্দে জেগে উঠল; টেকনাফ থেকে তেতুলিয়া মিষ্টি বিতরন চলল । । আনন্দ মিছিল চলছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলজুড়ে । ।

... ভবনটির উপরের তলায় ছিল- বিভিন্ন দলের মন্ত্রী-এমপি সহ বিশাল বিশাল রাজনীতিবিদগণ। । যারা কেবল ক্ষমতার জন্য রাজনীতি করছে। যাদের দেশ জনগনের জন্য ন্যূনতম আগ্রহ-দায়বদ্ধতা নেই। ভবনটির নবম তলায় ছিল- ভুঁড়ি-মেদবহুল আমলারা।

তারা জনগনের বাজেট হ্রাস, স্বাস্থ্য-শিক্ষা সংকোচন করছিল। জনগনের ট্যাক্সের টাকা নয়ছয় করার পরিকল্পনা আঁকছিল। ভবনটির অষ্টম তলায় ছিল- বিশ্বব্যাংক-আইএমএফ, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর আঞ্চলিক বৈঠক। দেশের অর্থনীতির ভাগ-বাটোয়ারা, প্রাকৃতিক সম্পদ লুটপাট এসব যাদের কাজ। দেশীয় দালালরাও ছিল, যারা সামান্য পারচেন্টের জন্য দেশ বিক্রি করে দেয়।

ভবনটির সপ্তম তলায় - দুর্নীতিবাজ-ঋণখেলাপী কোটিপতিদের ব্যয়বহুল বুফে। ভবনটির ষষ্ট তলায় ছিল- লুটপাটকারি ব্যবসায়ীরা। যারা জনগনের পকেট কেটে রাতারাতি আঙ্গুলফুলে বিল্ডিং। খাদ্যে ভেজাল, নিন্মমান; সিন্ডিকেট বানিয়ে রাতারাতি দাম বাড়ানো যাদের মুলকাজ। ভবনটির পঞ্চম তলায় ছিল- একাত্তরের পরাজিত শক্তি'র বার্ষিক সন্মেলন।

সকল যুদ্ধাপরাদীও উপস্থিত ছিল। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙ্গার নীলনকশা করছিল। দেশকে পিছনের দিকে টেনে নেয়ার ছক বানাচ্ছিল। .... .... .... .... ভবনটির একদম নিচতলায় ছিল- বিজিএমইএ আর গার্মেন্টস মালিকদের রুদ্ধশ্বাস আলোচনাসভা। তাদের আলোচনার বিষয়বস্তু হল 'শ্রমিকদের শোষণ- শ্রমঘণ্টা বাড়ানো- মজুরী হ্রাস- বোনাস বাতিল ।

। ভবনের অন্তঃধ্বসে গোটাদেশ নতুনভাবে জেগে উঠল। দেশের উপর থেকে অন্ধকার আকাশ সরে গিয়ে, ঝলমলে সূর্য উঠল। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।