আমাদের কথা খুঁজে নিন

   

১ লক্ষ মানুষ, ৮০ লক্ষ টাকা এবং নাহিয়ান কে বাঁচানোর গল্প

ফেইসবুকে আমি http://facebook.com/rupam71 আসুন আজকে একটা গল্প শুনি:জীবনের গল্প,নাহিয়ানের গল্প ! ছেলেটি বড় হয়ে কি হতে চেয়েছিল জানি না তবে খাটি মানুষ হবার পরিচিত রাস্তাতেই ছিল । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ­ মার্কেটিং বিভাগের ছাত্র । সদা হাস্যজ্জল ছেলেটি সর্বদা পথে পথে ছুটে বেড়িয়েছে মানবতার কল্যানে । কখনও পথশিশুদের ইফতার আয়োজন,কখনও অনাথের শীত বস্ত্রের ব্যাবস্থা,কখনও দুস্থ অসহায় মানুষের চিকিতসার জন্য দিনরাত এক করে ছুটে চলা । ঢাকা বিশ্ববিদ্যালয় জিনিসটাই যেন কেমন !চারিদিকে ঘোর অন্ধকারে যদি কোন প্রান্তে এক বিন্দু আলো দেখতে পান তবে বুঝবেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় ।

এই বিশ্ববিদ্যালয়ের ­ কোন ফুল ঝড়ে পড়ে না । যদিও বা শত্রুরআঘাতে ঝড়ে পরে তবে তার বীজ থেকে সৃষ্টি হয় হাজারো ফুলের অস্তিত্ব !এই হতভাগ্যের কথাই ধরুন । ব্লাড ক্যানসারে আক্রান্তনাহিয়ানের ৯২% বোন ম্যারো নষ্ট হয়ে গেছে । বোন ম্যারোট্রান্সপ্লান্ট করতে প্রয়োজন আশি লক্ষ টাকা । পরিবার সহায় সম্বলহীন ।

তারপরও ছেলেটি প্রতিমুহুর্তে বেচে থাকার স্বপ্ন দেখে । এ বুঝি বাঙ্গালী বলেই সম্ভব । লেখাটি এখন পড়ছেন । তার মানেএখনও বেচে আছেন । এর চেয়ে আরবড় আনন্দের কি হতে পারে ।

রাতের খাবার শেষে হয়ত আগামী কালে কর্ম পরিকল্পনাও শেষ । পরশু মাঘী পুর্নিমার ছুটিতে বন্ধুর সাথে কোথায় ঘুরতে যাবেন সেটাও স্থীর হয়ে আছে । আসছে শুক্রবার প্রেয়সীর হাত ধরে আশুলিয়ার রাস্তায় হাটবেন নাকি বসুন্ধরার ঝাউবনে ঘুরবেন সেটাও ঠিক হয়ে আছে । অথচ চিন্তা করুন আপনার আমার বয়সী একটা ছেলে ঠিক এইমুহুর্তে এক অনিশ্চিত সময় পাড় করছেন । প্রতি মুহুর্তে মৃত্যুর হাতছানি ।

তার চোখে এখন আর কোন স্বপ্ন নেই । একটাই স্বপ্ন,কেবল আরো কিছু দিন বেচে থাকা । জীবন মৃত্যুর মাঝে এখন কেবল আশি লক্ষ টাকার ফারাক । হয়ত নিকটজনের আশ্বাসে এক মুহুর্তে আশাবাদী হয় আবার পরমুহুর্তে বাস্তবতার দৃষ্টিতে হতাসায় নীল হয়ে যায় । কিন্তু মৃত্যুকে মেনে নেয়া কি এতই সহজ ! গল্পের শুরুটা বললম ।

শেষটা এখনও লেখা হয়নি । হতে পারে অর্থাভাবে নাহিয়ান অকালে মরে গেছে অথবা মানবতার জয়ে আর এক সাক্ষী হয়ে আবারও ক্যাম্পাস মাতিয়ে বেড়াচ্ছে। সমাপ্তিটা আপনার আর আমার হাতে । আমি কোন নীতি আদর্শের ধার ধারবো না । কেবল একটা জিনিসইবুঝি ।

নাহিয়ানের জীবনের মুল্য আশি লক্ষ টাকা এবং সেটা জোগাড় করতেই হবে । জীবনে স্যারের নাম করে বলেমিথ্যা বলে বাবার কাছ থেকে বহু টাকা নিয়েছেন,সেমিস্ট ­ারের নামে বাড়তি টাকা মেরেদিয়েছেন,বান্ধবী ­ নিয়ে কেএফসি/ ­বিএফসিতে পার্টি দিয়েছেন,লাউন্জে ­ গিয়ে শীশা খেয়েছেন আজ সব ভুলে যান । নাহিয়ানের জন্য টাকা দরকার । প্রয়োজনে বাবার পকেট কেটে,মাকে ভজিয়ে ভাজিয়ে যারা যেভাবে পারুন মাত্র একশ টাকা পাঠান । ৩৩ লক্ষ ফেসবুক ইউজার,সবার কাছে যাচ্ছি না সবার কাছে চাচ্ছি না ।

যে যতটুকো পারেন সাহায্য করুন । জীবন মৃত্যুর মালিক আমরা নই তবে তার মৃত্যুর জন্য টাকা যেন কোন বাধা না হয়ে দাড়ায় । নাহিয়ান কে টাকা পাঠানোর বি-ক্যাশ নম্বর- 01617757070 একাউন্টে টাকা পাঠাতে চাইলে- Bank Account no. A/C name : Zakaria mohaimin (nahian's elder brother) A/C number : 003412100005652 Southeast bank ltd , Dhaka SWIFT : SEBDBDDH . নাহিয়ান ভাইয়ের জন্য খোলা ফেইসবুক ইভেন্ট https://facebook.com/events/346897712099215 . নাহিয়ান ভাইয়ের জন্য খোলা ফেইসবুক পেইজ https://www.facebook.com/NahianUpdate . লেখাটি শেয়ার করার জন্য অনুরোধ করছি । . কার্টেসী: জান্নাতুল ফেরদেীস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।