আমাদের কথা খুঁজে নিন

   

সেনা-পদবী(কমিশন)

Cheiro Sharier এর বাংলা ব্লগ

কমিশন পেয়ে প্রথম “সেকেন্ড লেফটেন্যান্ট” হয়। কিন্তু জেনো পদবী’টা চীরস্থায়ী নয়,! তার ও চেয়ে বড় হলে “লেফটেন্যান্ট” হয়।! যোগ্যতা প্রমানে- “ক্যপ্টেন” হবে নিশ্চয়,! “মেজর” পদ’টা পেতে হলে করতে হবে জয়,! দিতে হবে পরীক্ষা’টা না হয় যেন ফেল,! এ প্রাচীর’টা টপকে গেলেই “লেফটেন্যান্ট কর্নেল”।! ভি আই পি’তে লাল বেইজ পদ’টা “কর্নেল”,! সাধারনে-অসাধারন পদ “ব্রিগ্রেডিয়ার জেনারেল”! কয়েক ব্রিগ্রেড মিলে হয় “মেজর জেনারেল”,! পাড় হয়ে যেতে হবে সুরঙ্গ-ট্যানেল, তবেই পদ’টা পেয়ে যাবে “লেফটেন্যান্ট জেনারেল”। লক্ষ সেনা পরিচালনা মোটেই সহজ নয়, জ্ঞানে-গুনে সর্বসেরা’ই জেনারেল-“সেনাপ্রধান” হয়।! যুদ্দ জয় না করে যে ছা’ড়ে নাকো হাল, সন্মান হবে সব’চে উচু “ফিল্ড মার্শাল”। শ্রেষ্ঠ সন্মান শ্রেষ্ঠ পদ ষ্ট্যালিন ছাড়া কেহ নাই মহাযুদ্ধের মহানায়ক “মাষ্টার সামুরাই”!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।