সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
মনে কি পড়ে বন্ধু
আমাদের প্রথম দেখা, প্রথম স্বপ্ন আঁকা
আমি সেই সে কিশোর
বন্ধু, চিনতে পারছ কি?
মেঘনা নদীর বাটে
মঠবাড়ীর ঐ সানবাঁধানো ঘাটে
ছিল আমাদের খেলার আসর
সাঁঝবেলাতে দেখা হত
হত কথা বিনিময়
আমি সেই সে কিশোর
বন্ধু, তোমার মনে পড়ছে কি?
দুষ্টু দুষ্টু কথার ছলে
দেখতাম তোমার মায়াবি চোখ
রক্তিম কপোল তোমার
কত স্বপ্ন বোনা হত
বন্ধু তোমার আমার
আমি সেই সে কিশোর
বন্ধু, ভাবছ তুমি কি?
জল ছুঁয়ে জল ছিটিয়ে
বোনা হত কত স্বপ্ন জাল
মঠবাড়ীর ঐ ঘাটে
বন্ধু ,বলছ না যে কিছুই?
যেদিন তুমি শুনেছিলে আমি
চলে যাব তোমায় ছেড়ে বহুদূরে
তালতলীর ঐ মোড়ে
অশ্রূ সজল চোখে ডেকেছিলে পিছু
আমি সেই সে কিশোর
বন্ধু, মনে কি পড়ে কিছু?
তোমায় যে জ্বালায় আমি জ্বালিয়েছি
নিজেও জ্বলেছি সেই অনলে
এই পথে পথে যা কিছু পেয়েছি
সব পথেই ফেলে এসেছি
তোমার কাছে আমার অনেক ঋণ
তাই আজ তোমাতেই হব বিলীন
আমি সেই সে কিশোর
আজ ফিরে এসেছি
বন্ধু ,তুমি চিনতে পারছ কি?
ফিরে আজ এসেছি
আমি সেই সে কিশোর
বন্ধু ,চেয়ে দেখছ তুমি কি?
আমি সেই সে কিশোর
বন্ধু , আমি সেই সে কিশোর।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।