আমাদের কথা খুঁজে নিন

   

উইন ৭ এ বিজয় লেখন, কোন সমস্যাই না

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

এখন পর্যন্ত যারা বই/লেখালেখি প্রকাশনার বিষয়ে সিরিয়াস এবং অনেকাংশে নন টেকি তাগো মধ্যে নিজেরে দেখতে পাই। প্রকাশনার জগতে বিজয় নির্ভরতা বিপুল এখনো। এইটারে পাশ কাটানোর সহজ পথ এখনো তৈরী হয় নাই।

তবে হওয়া উচিৎ জলদি জলদি। আসুসের এক্টা কোলনির্ভর (ল্যাপটপ) কিনছি দুয়েক মাস হইল। কিন্তু বাঙলায় ভরসার জন্য দিলাম এক্সপি সেটাপ। মনে তো উইন ৭ এর জন্য কাঙ্খা আছেই। খালি তার রুপ রস গন্ধের খবর পাই কিন্তু ছুইতে পারি না।

কি আর করা নানা কসরত করিয়া দিলাম উইন ৭ আল্টিমেট ইন্সটল। এখন পর্যন্ত বেশ ভালৈ চলছে। এটাও আমার একার কেরদানী না, টরেন্ট থেইক্কা ডাউনলোড কইরা দিয়া গেছে এক ছোট ভাই ও বন্ধু। এইটা তারই কেরামতি এক্টিভ করণটাও। কিন্তু সমস্যা বাঁধলো বিজয় বাঙলা লেখন নিয়া।

এইবার কবিতার বই ছাপাইতে গিয়া পুরা বই ইউনিকোড থেইক্কা বিজয়ে কনভার্ট করণ লাগছে আর তাতে যা এডিট করতে হইছে তা দিয়া আরো ১০ বই নামান যাইতো। তাই বিজয় দিয়া লেখন বাধ্যতামূলক হয়া গেছে। কিন্তু কোন বিজয়ই তো দেখি উইন ৭ এ কাজ করে না। এবার এক টেকি বন্ধুর স্মরনাপন্ন হইলাম। তিনি সার্চমার্চ করিয়া খৌঁজ দিলেন যে, বিজয় বায়ান্নো ২০১০ এডিশন ৩২ বিটের এক্সপি, ভিস্তা, উইন ৭ সবই সাপোর্ট করে।

কাগুর উর্পে বিলা, তাই সন্দেহ হইল কি জানি না করছেন তিনি। কিন্তু না দখা গেল ১০০ টাকার সিডি কিনা আরামসে উইন ৭ এ বিজয় লেখন যায়। এইটার সাথে আবার ইউনিকোড লেখনের ব্যাবস্থাও আছে। মানে কাগু অভ্রর কাছ থেইক্কা শিখতে বাধ্য হইছে আরকি, বাট অনেক দেরীতে কাগু। তারপরও শান্তি যে উইন ৭ এ অফিস ২০০৭ এ বাঙলা বিজয় লেখতে পারতাছি।

আনন্দ কম্পিউটার্স এর মতিঝিল ও এলিফেন্ট রোড শাখা টু আইডিবি সবখানে পাওয়া যাইতাছে। আমি ইন্টারনেট থেকে নামানির চেষ্টাও করি নাই সোজা ১০০ টাকা দিয়া সিডি কিনা আনছি। তারপরও লুকজনের কাজে লাগতে পারে বইলা লিংক লিংক দিলাম যদি কাজে আসে। রবিন হুডের দেয়া লিংক শেষ পর্যন্ত খালি এই কথা মনে হইল, বাঙলা লেখালেখি আর প্রকাশনার জন্য বিজয়ের আবশ্যিক হয়ে ওঠাটা একটা ঐতিহাসিক ধারাবাহিকতার ফলাফল। এইটা শেষ কথা না, হইতেই পারে না।

কিন্তু এই নির্ভরতা কি বিজয় কি বোর্ডর অভ্যস্ততা জনিত নাকি, কিবোর্ড নিয়ে গবেষণা আর উদ্যোগের অভাব???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।