শাহাবগস্থ ঢাকা শিশু পার্কের কথা বলছি। আমরা যখন ছোট ছিলাম তখন শিশু পার্কে গিয়ে বিভিন্ন রাইডে চড়েছি (যদিও রাইডের সংখ্যা হাতে গোনা মাত্র কয়েকটি)। সেখানে একটি রাইড কী যেন তার নাম জানি না। ঘোড়ায় চড়ে চক্কর দেয়া। চক্কর দেয়ার সময় তৎকালীন আমলের খুব একটি জনপ্রিয় গান বাজত।
"আমাদের দেশটা স্বপ্নপুরী . . . . ."।
তারপর বড় হয়েছি। কলেজ-বিশ্ববিদ্যালয় পেরিয়েছি। চাকরীতে ঢুকেছি। বিয়ে করেছি এবং যথারীতি পুত্র সন্তানের পিতা হয়েছি।
সেই আশির দশকের প্রথম দিকে আমরা শিশু হিসেবে শিশুপার্কে গিয়েছি।
বর্তমান ২০১৩ সালের কথা। আমার পুত্রকে নিয়ে আবার শিশু পার্কে গমন। কী আশ্চর্য!!! সেই গান "আমাদের দেশটা স্বপ্নপুরী . . . . . . . !" হাসব না কাঁদব? অবাক হলাম। সেই পুরোনো একটি গান দিয়ে ত্রিশ বছর পার করল শিশু পার্ক! নিজেকে সংবরণ করতে না পেরে রাইডটি পরিচালনাকরীকে বলে ফেললাম, ভাই, একী কথা? আমরা ছোটবেলায় এই গান শুনেছি, এখন আমার ছেলেকে নিয়ে এসেও শুনি একই গান।
বাংলাদেশে কী আর কোন গান নেই শিশুদের জন্য? স্বাধীনতার চল্লিশ বছর পার হয়েছে। কত কিছু বদলিয়েছে। কত পরিবর্তন হয়েছে। কিন্তু সেই পুরোনো দিনের হাতে গোনা মাত্র কয়েকটি বস্তাপচা রাইড আর একই গান দিয়ে বছরের পর বছর পার করেছে এই পার্কটি। স্বল্প আয়ের মধ্যবিত্তদের জন্য এই পার্কটি পরিচালনা করে সিটি কর্পোরেশন।
ঢাকার কত মেয়র গেল এলো, কত সরকার পরিবর্তন হলো, কিন্তু অপরিবর্তিত রইল আমাদের স্মৃতি বিজড়িত পুরোনা পার্কটি। কেউ আছেন কী বিষয়টি দেখবেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।