উইন্ডোজ ৭ বাজারে আসার সাথে সাথেই ব্যবহার করা শুরু করি। শুরু থেকেই জিনিসটা ভাল লাগছিল। সাথে বিভিন্ন একটিভেটর দিয়ে একটিভেটও করছিলাম। মাগার মার্চ মাস থাইকা শুরু হইল ঝামেলা....কয় জেনুইন না। টাইম বাইন্ধা দিল। সবশেষে সামুতে পোষ্ট দেইখা RemoveWAT.2.2.5.Hazar.carter67 ইন্সটল দিলাম। কাজ হইল (ওয়ানিং দেওয়া বন্ধ হইল) কিন্তু নতুন উৎপাত শুরু হইল--প্রায় ১ ঘন্টা পর পর কোন আওয়াজ ছাড়াই রিস্টার্ট হয়।....ডাউনলোডাইতেছি এমন সময় রিস্টার্ট
মেজাজ চ্রম খারাপ....আবার এক্সপিতে ফিরা যামু নাকি উবুন্টুতে যামু আপনেরাই কইয়া দেন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।