আমাদের কথা খুঁজে নিন

   

এক সাথে ৪টি ড্রাইভ এক্সেস করুন



এখন যে সফটওয়্যারটির কথা বলব তা মোটামুটি সবাইর কাজ লাগবে। নাম হল Q-Dir। যারা কপি এবং পেস্ট বেশি করেন, তাদের একটু বেশি কাজে লাগবে। মোবাইল মাল্টিমিডিয়ার কাজ যারা করেন, তারা তো অবশ্যই ব্যবহার করতে পারেন। কোন ড্রাইভ থেকে নির্দিষ্ট গান, ওয়ালপেপার কপি করে মেমোরি কার্ডে পেস্ট করতে কোন ড্রাইভে পেস্ট করবেন তা সিলেক্ট করতে হয়, তারপর ম্যাক্সিমাইজ করতে হয় এরপর পেস্ট করতে হয়।

এরপর আবার মিনিমাইজ কর, তারপর আবার গান সিলেক্ট কর, আবার ম্যাক্সিমাইজ করে পেস্ট কর। কিন্তু যদি এই রকম হয় এক সাথে আপনার সিলেক্ট করা ৪টা ড্রাইভ একসাথে দেখা যাচ্ছে। তাহলে তো অনেক ভালো হয়। Q-Dir সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এই লিংক থেকে। সেটাপ শেষে চালু করুন এবং দেখুন আপনার চালু করা প্রোগ্রামে আলাদা আলাদ ৪টা এক্সপ্লোরার দেখাচ্ছে।

এখন আপনার ইচ্ছামতো ড্রাইভ সিলেক্ট করুন। আপনি ইচ্ছা করলে ড্রাইভ গুলো বিভিন্নভাবে ডিসপ্লে করতে পারবেন। তাছাড়া ইচ্ছে করলে ৪টি নয় আপনি ২টি বা ৩টি ও ড্রাইভ ওপেন করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।