চেয়ে দেখ তোমার অপেক্ষায় অপেক্ষায় আমি আজ মহীরুহ।
তোমায় আলিঙ্গনে পাবার আশায় আকুল দু'বাহু
আরও কতটা বিস্তৃত হলে তোমার নাগাল পাবে?
তোমার চরম চুম্বনাঙ্খায় আমি সতত উর্ধ্বধাবিনী;
আরও কত আকাশ পার হলে তুমি একটু নত হবে?
তোমার অতল স্পর্শ করার প্রয়াসে, আমি আরও কতটা প্রোথিত হব?
তবু আমি অপেক্ষমান রব--আরও অযুত-নিযুত বছর;
তবু তুমি এসো?
আলিঙ্গনে তৃপ্ত করো আমার শতবর্ষ ক্ষুধা?
তোমার সুধা পিয়ে আমি হব অপরুপা!-----------তোমার গাছ প্রিয়া!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।