অভ্র, যুগান্তকারী বাংলা লেখার সফটওয়ার। জটিল কিবোর্ড লেআউট মুখস্থ করতে না পেরে যারা বাংলা লেখাকে ভুলতে বসেছিলেন, বিদেশী ভাষায় চালিয়ে যাচ্ছিলেন বাংলা লেখা, তাদের জন্য, আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ফ্রি সফটওয়ার অভ্র। অভ্রর সহজবোধ্য লেখার উপায় ও ইউনিকোড ভিত্তিক ফন্টের কারণেই আজকের ব্লগিং জগতে বাংলার এই সদর্প পদচারণা। এই গ্রুপটিতে আমরা অভ্র নিয়ে কথা বলবো, অভ্রর এই সঙ্কট মুহূর্তে প্রিয় সামহয়ারইন ব্লগের ব্লগারদের কণ্ঠে ধ্বনিত হবে - "ভাষা হোক উন্মুক্ত"।
প্রয়োজন নেই আর কিছুর
একদিন আমি,হ্যা শুধু আমি
ভালবাসা পাবো তোমার,অজানা ভবিষ্যত হবে সাথী,
চোখ হবে না ছলছল,মখমলের কাপড়ে থাকবে আমার পথ
উজ্জ্বল সারথী ।
যত ভয়,কাপুরুষ নই আমি,নিঝুম দ্বীপে উচছ্বলতায় দেখবে
চারদিকে কেবল আমার মুখচ্ছবি।
এই যে হৃদ্যতা,চকমকে সব ঝিলিক,
অমলিন নয়,দুরন্ত ভাবনায় শুধুই আমি।
হয়তো সাময়িক ছেদ,অতঃপর সমান্তরাল চলা;
চুরি করা সময়ে,তোমার জন্যে
গ্রহাণুপুঞ্জে বিচরণ,অন্ধ আলোর কালক্ষেপণ ।
ঠিক একদিন,হ্যা শুধুই আমি
ভালবাসা পাবো,কাঁদবে তোমার হৃদয়।
আর কিছু চাইনা আমি,ক্ষমাও না প্রভুর কাছে,
প্রয়োজন নেই আর কিছুর।
পুরানো লেখা,বার বার ভালো লাগে,তাই বার বার ফিরে যাই পুরান দিনে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।