"মাদার্স ডে" বাংলায় যাকে "মা দিবস" বলা হয়ে থাকে । দুইদিন আগে এই দিবসটি গেল । ব্লগ আর এফবিতে দেখলাম সবাই শুভেচ্ছা জানাতে ব্যাস্ত । তা দেখে আমারও ইচ্ছা হল আমার মাকে শুভেচ্ছা জানাই ।তাই মাকে ফোন করেছিলাম,মাকে বললাম আজ মা দিবস । মা বললেন এটা কি বাবা!!আমার মা আগে জামানার মানুষ তাই এসব দিবস টিবস বোঝেন না,আমিও আমার মাকে মা দিবস কি তা বোঝাতে যাইনি । কারন আমার মনে হয় মা এমন একজন যাকে কোন একটা নির্দিষ্ট দিবসে বন্ধি করা যায় না !! আমার কাছে প্রতিদিনই মা দিবস,প্রতিদিনই আমি আমার মাকে আলাদা ভাবে মিস করি । যে দুইটা গান শুনে আমি সারাটা দিন কাটালাম তা আপনাদের সাথে শেয়ার করলাম-
১ম গান -
২য় গান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।