আমাদের কথা খুঁজে নিন

   

মা আমার হৃদপিন্ড,আছে সমস্ত স্বত্বা জুড়ে যেন এক বিশ্ব ব্রম্মান্ড

কবিতা মনের কথা বলে।

মায়ের কথা বললেই মনে পড়ে যায় আমার জন্মের কথা। কত না নিদারুন সেই দিন!যে দিন মা আমাকে এ ধরা ধামে এনে ছিলেন,প্রতিটি মুহুর্ত তখন মা আমার মৃত্যুর সাথে লড়াই করছিল। মায়ের উদর থেকে আমি এলাম এ পৃথিবীতে,আরেক পৃথিবী ছেড়ে। মায়ের সে দিনের কথা মনে পড়লে আজো গাঁ শিহরে উঠে,যেখানে জীবন মরন খেলা সেখানেই মা সব ভূলে তার সন্তানকে জড়িয়ে বুকে নিয়ে ভূলে গেল সকল বিষ্ময় স্মৃতি।

আদরের সন্তান যেন সকল দু্‌খের অবসান ঘটাল। মা যে মমতাময়ী এখানেই তার বিশাল প্রমান। আজ এ পৃথিবীতে আমরা কত না কিছু করছি,ভূলে যাই মায়ের কথা। সত্যিই যেন মা আমার কাছে এক নতুন নিখিলধাম,এর বিশালতার যেন শেষ নেই,বিশ্ব ব্রম্মান্ডের চেয়েও মায়ের ব্যাপ্তী অনেক বড় । নেই কোন পরিসীমা।

সন্তানের কিছু হলে মা যেন আগে আঘাত পায়,কি রক্তের বাঁধন!বিনা তারে বাঁধা। কবি তাই সত্যিই বলেছেন,"পিপড়ার ভয়ে মা না থুইতো মাটিত" একবার ভাবলে আমার মনে হয়,মা আমার স্বর্গ,মা আমার স্বর্বস্ব আছে আমার সকল স্বত্বা জুড়ে। অসমাপ্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।