আমাদের কথা খুঁজে নিন

   

কবর রিটার্ন

সাবধান!!!আমার শক্তিশালী ঢেউ সব কিছুই তছনছ করে দেবে...

[বিঃদ্রঃ এই কবিতাটি কবর কবিতার ছায়া অবলম্বনে লেখা। দয়া করে মনে করবেন না এখানে আমাদের বিখ্যাত নেতাকে নিয়ে তামাশা করা হয়েছে। সত্য কথাই তুলে ধরা হয়েছে প্যারোডি কবিতাটির অবলম্বনে। সম্মানিত মোডু আশা করি ব্যান করবেন না। মত প্রকাশের স্বাধীনতা সবারই থাকা উচিৎ যেমন থাকে একজন কার্টুনিস্টের] কবর রিটার্ন সীমাহীন সমুদ্র ****** এই খানে শেখ মুজিবের কবর টুঙ্গিপাড়ার পরে, পয়ত্রিশ বছর পর আজ তাকে মনে পড়ে বারে বারে।

এতটুকু তার স্বপ্ন ছিল যে সোনার বাংলাদেশ- গড়বেন তিনি যে করেই হোক করে জীবনের শেষ। এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতেন সারা, সারা দেশ ভরি এত দূর্নীতি ছড়াইয়া দিল কারা? সোনালী ঊষার সোনামুখ তার আপন নয়নে ভরি সোনার বাংলাদেশ গড়বেন তিনি বাকশালের হাত ধরি। মরিবার আগে দেশকে নিয়ে স্বপ্ন দেখিতেন কত.. স্বপ্ন যে তার স্বপ্নই রবে জানিতেন না তিনি হয়তো। এমনি করিয়া স্বজনপ্রীতি আর দূর্নীতির সাথে মিশে, ছোট খাটো তার ভুলের সাথে দেশ হারাইলো তার দিশে। ******* ফিরে দেখা ৭ই মার্চ রেসকোর্সেতে করিলেন ঘোষণা, রক্ত দিয়েছি আরো দিব তবু দেশটাকে দিব না।

যুদ্ধের মাঠে ঝাপাইয়া পড়িলাম না করিয়া দেরি, বিজয়ের পর পাকিস্তান হইতে তিনি ফিরিলেন বাড়ি। অখন্ডিত পাকিস্তান ভেঙ্গে জন্মিল নতুন দেশ, রাজাকার আলবদরের স্বপ্ন ভেঙ্গে হল নিঃশেষ। হেসো না হেসো না শোন শোন সেই রাজাকারদের পেয়ে- মুজিব যে তাদের করিলেন ক্ষমা দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে বললে সবাই “এতদিন পরে এলে”? পথ পানে চেয়ে মোরা যে হেথায় কেদে মরি আখি জ্বলে। মোদের ছাড়িয়া এত দুখ যার কেমন করিয়া হায়! কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝঝুম নিরালায়।

হাত জোড় করে দোয়া কর তোরা আয় খোদা দয়াময় বঙ্গবন্ধুর তরেতে যেন গো ভেস্ত নসীব হয়। ****** তারপর হতভাগা মোর সোনার দেশেতে কতজনই এল দেখি, মিথ্যে আশার বাণী শুনাইয়া সকলেই দিল ফাকি। শত দূর্নীতি, স্বজনপ্রীতির অংক হৃদয়ে আকি গনিয়া গনিয়া সবই নিয়ে গেল রাখিল না কিছু বাকি। এরপরে এই শূন্য দেশেতে ফ্যাল ফ্যাল করে দেখি, মুক্তিযুদ্ধ করেও আমরা আমড়া কাঠের ঢেকি। রক্ত দিয়েছি, স্বাধিন করেছি,করেছি মুক্তিযুদ্ধ ওদের কারণে সোনার দেশ আজ পুড়িয়া হয়েছে দগ্ধ।

******* এখন ঐ দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, দা চাপাতির তাড়া খেয়ে মোর ভীষণ ভয় আজ লাগে। মজিদ হইতে আযান হাকিছে বড় সুকরুন সুর, বাংলাদেশের রোজ কিয়ামত ভাবিতছি কত দূর। জোড় হাতে আজ মোনাজাত করি আয় খোদা রহমান, আওয়ামি মুক্ত করিয়া তুমি বাঁচাও দেশের প্রাণ!! ******

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।