আমাদের কথা খুঁজে নিন

   

দাম কমছে নকিয়া ফোনের



সম্প্রতি, মোবাইল জায়ান্ট নকিয়া আন্তর্জাতিক বাজারে হ্যান্ডসেটের দাম কমানোর ঘোষণা দিয়েছে। জানা গেছে, নকিয়ার তৈরি হ্যান্ডসেটের সব প্যাকেজেরই দাম কমবে। আর স্মার্টফোনের ক্ষেত্রে দাম কমানোর হার শতকরা ১০ ভাগ পর্যন্ত হতে পারে। খবর রয়টার্সের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, হ্যান্ডসেটের জগতে নকিয়ার স্মার্টফোন বাজারে দামের ইঁদুর দৌড়ে অ্যাপল এবং ব্ল্যাকবেরির সঙ্গে পেরে উঠছে না।

তাই দাম কমানোর বিষয়টিকেই নকিয়া ‘মোক্ষম অস্ত্র’ বানাতে চায়। বিশ্লেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কেট শেয়ার বাড়াতে নকিয়ার দাম কমানোর বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়েছে। এছাড়া তাদের ভালো কোনো পথও খোলা ছিলো না। জানা গেছে, নকিয়ার নতুন অপারেটিং সিস্টেম হিসেবে সিমবিয়ানের নতুন ভার্সন বাজারে আনার সময়ও পিছিয়েছে। উল্লেখ্য, এটি এবছরের মাঝামাঝি বাজারে আসার কথা ছিলো।

নকিয়ার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দাম কমানোর বিষয়টি ব্যবসার সাধারণ প্রক্রিয়াই। নকিয়ার দাম প্রতি বছরেই কমানো হয়। জানা গেছে, নকিয়া এবার সবচে বেশি দাম কমাচ্ছে ই-সিরিজের হ্যান্ডসেটগুলোতে। এছাড়াও জানা গেছে, কম দামি নতুন মডেলের হ্যান্ডসেটও বাজারে আনবে নকিয়া। সুত্র-http://tech.bdnews24.com/detailsCat.php?showcatid=2


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।