আমি চট্টগ্রামের ছেলে । আমি ভালোবাসি আমার এ শহকে । আমি সব সময় একটা স্বপ্ন দেখি আমার আশপাশের পরিবেশ জঞ্জালমুক্ত রাখতে । আপনারা যদি আমার সাথে থাকেন আমি তাহলে এ কাজে এগুতে পারবো । আমি নিজে একটি সংগঠনের সাথে জড়িত।
যার কাজ হল পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল কে স
বর্তমানে " ONLINE Earning " একটি স্বীকৃত বিষয় । এ বিষয়টি সম্পর্কে জানেন না এমন লোক খুব কমই আছে । সারা বিশ্বের প্রতিটি দেশে অনেক লোক এর সঙ্গে জড়িত।
হুট করে চিন্তা করলেই আর নিজের ওয়েবসাইট থাকলেই আয় করা যায় না । অনলাইনে আয় করতে গেলে কিছু পদ্ধতি বা কৌশল রয়েছে যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব।
যদিও এ বিষয়ে আমার অভিজ্ঞতা কম তবুও যেটুকু অভিজ্ঞতা রয়েছে তা আজ আপনাদের সাথে শেয়ার করবো । এখানে বলে রাখা ভালো অধিকাংশ ক্ষেত্রে আয়ের সূত্র অন্য দেশ । কাজেই এখানে টাকা কিভাবে আপনার হাতে পৌছাবে সেটা প্রথমে ঠিক করে নিতে হবে । এ ক্ষেত্রে যদি আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং তা যদি অনলাইন ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত থাকে তাহলে তা আপনার পক্ষে সুবিধাজনক হবে । যেমনঃ আমার DUTCH BANGLA BANK এ একাউন্ট রয়েছে এবং আমি এ একাউন্টের মাধ্যমে টাকা তুলি ।
যাক এবার আসল কথায় আসি ।
টাকা উপার্জনের প্রথম উপায় হচ্ছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন নেটওয়ার্ক । বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয় এ ক্ষেত্রে । সবচেয়ে বেশি টাকা উপার্জন করা যায় এর মাধ্যমে । এর জন্য অবশ্যই নিজের একটা ওয়েবসাইট থাকতে হবে ।
তবে বিভিন্ন ফ্রি ব্লগ সাইটে ব্লগ লিখে সেখানে অ্যাড প্রদর্শন করেও আয় করা যায় । এরকম একটি ফ্রি ব্লগসাইট হচ্ছেঃ Blogger.Com । এক্ষেত্রে তারা ফ্রি ওয়েব হোস্টিং সুবিধা ও দিচ্ছে । ফলে আপনার শুধু একটি ওয়েবসাইট থাকলেই হচ্ছে। বা এখান থেকেও আপনি ফ্রি ওয়েবসাইট তৈরী করে নিতে পারেন।
এটি গুগলেরই একটি সংস্থা।
ব্দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর থাকতে হবে। ভিজিটর যতো বেশি বিজ্ঞাপনের মূল্য ও ততো বেশি । এক্ষেত্রে সুবিধা হচ্ছে বিজ্ঞাপন আপনাকে খুজতে হবে না আপনি বিজ্ঞাপন সাইট গুলোতে রেজিস্ট্রেশন করে রাখলে তারাই আপনার সাইটে বিজ্ঞাপন দিবে । তবে এক্ষেত্রে বলে রাখা ভাল ভিজিটর ক্লিক করলে আপনার আয় হবে ।
যদি আপনি নিজে নিজে ক্লিক করেন তাহলে বিজ্ঞাপনী সংস্থা আপনার সাইটে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দেবে । তাই সতর্কতার সাথে কাজ করুন । আয় আপনার সুনিস্চিত ।
তৃতীয় শর্ত হচ্ছে আপনার সাইটটি নিয়মিতো অপ্টিমাইজ করুন । এক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে তা করবেন ।
চতুর্থ শর্ত হচ্ছে আপনি শুরুতে আপনার সাইটে আয় হবে এমনটি মনে করবেন না। এজন্য ধৈর্য্য ধরতে হবে।
এবার আমি আপনাদের কয়েকটি লিংক দিচ্ছি যা থেকে আয় উপার্জন করা যায়ঃ
১। গুগল অ্যাডসেন্স
২। গুগল অ্যাডওয়ার্ড
৩।
বিডভারটাইজার
এখানে উল্লেখ্য যে অ্যাডওয়ার্ডের বিজ্ঞাপন আপনার সাইটে প্রদর্শন করাতে চাইলে তাদেরকে নির্ধারিত পরিমান টাকা আগেই পেমেন্ট করতে হবে । তাই এক্ষেত্রে আগে অ্যাডসেন্স দিয়ে শুরু করা ভালো । এতে কোনো বিজ্ঞাপনের
জন্য কোনো পেমেন্ট তাদেরকে দিতে হয় না । গুগোল অ্যাডসেন্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা ব্যাংক চেক পাঠায় এবং তা ভাঙ্গানো সহজ । তাই টাকা ইনকাম করতে চাইলে আগে অ্যাডসেন্স দিয়ে শুরু করুন ।
ধন্যবাদ।
আজ এ পর্যন্ত । যদি এ টপিক্সটি কারও বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করবেন । তাহলে এ সম্পর্কে আরো তথ্য আমি আগামিতে আপনাদেরকে দিতে পারবো ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।