আমাদের কথা খুঁজে নিন

   

কাল নাগিনী



কালিনী নাগের স্মরনে গেলে চোখের ভেতর ঝিলিক মারে, আবছা চোখে চেয়ে দেখি যশোদা পুত্র তার মাথায় হেলে দুলে নৃ্ত্য করে। হঠাৎ যদি মিথ্যে ভেবে মনের কাছে প্রশ্ন করি, রাগে মন বলে ওঠে সত্য মিথ্যে হিসেব নিবি ফেসবুকটা দেখ না খুলে। খুলে দেখি সেখানে সব কাল নাগিনী নৃ্ত্য করে! আধুনিকা নামে যারা হেসে খেলে ফুর্তি মারে। কৃষ্ণ!তার তো পাত্তাই নেই শুধু নতুন নতুন পার্থরথী, একে একে বাদ পড়ে কাল নাগিনীর লিস্ট থেকে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।