আমাদের কথা খুঁজে নিন

   

মা দিবসের আর্জি: একটা ভালো কাজ কি শুরু করা যেতে পারে, ধরা যাক একটা সামাজিক আন্দোলন?

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

পুরান ঢাকার লোকজনের ঐতিহ্য অনেক আগে থেকেই। তারা প্রজন্ম থেকে প্রজন্ম ওখানকার চালচড়িত রীতিনীতি গড়ে তুলেছেন। কিন্তু কিছু কিছু ব্যাপার খারাপ লাগে যার প্রথমটা হলো মাকে তুলে গালাগালি। মাকে নিয়ে গালাগালি অনেক ছোটকাল থেকেই শুনেছি।

সেগুলো কয়েকটা অক্ষরের বেশীরভাগ যার উপর রাগ হয় তার মার সাথে অবৈধ যৌনকর্ম করার কথাটাই বলে দেয়া। ব্যাপারটা আসলেই কতটা খারাপ? এটা আসলে শুধু পুরান ঢাকা বা ফরিদপুর অথবা অল্প কয়েকটা জায়গায় সীমাবদ্ধ নয়। হলিউডের ইংলিশ ছবি দেখলে বোঝা যায় ওরাও এই কথাগুলো সুন্দর ভাবেই ব্যাব হার করে। জানি না আমেরিকায় আসলে সেরকম চালু আছে কি না। ইউরোপের কিছু কিছু দেশে এই প্রকোপ কিছুটা কম থাকলেও থেমে নেই।

সমস্যাটা আসলে, নারীকে একটা সামান্য আঘাত করলেই কাজ হয় আর যখন সেই নারীর সাথে কেউ সম্পর্কযুক্ত তাকে আঘাত করার জন্য এটা বেস্ট। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, আমি যাই করি না কেন আমার মাকে সেসব শুনতে হবে কেন? আজকে থেকে এটা কি বলতে পারি না আমাকে যে এই কথাটা বা এরকম গালাগাল দেবে তার গালে হাতের পাচটা আঙ্গুল বসিয়ে দেয়া কি পৌরুষত্ব দেখাতে পারবো? অথবা কাউকে যখন ঝাড়ি দেবো অন্তত তার মা বোনকে এই গালিগুলো দেবো না, এটা কি করা যায়? আর যদি কখনো রাস্তায় দেখি এরকম কেউ করছে তাহলে আমি সেখানে যেই অবস্হাতেই থাকি না কেন তার প্রতিবাদ কি করতে পারি? কায়েস মাহমুদের পোস্ট টা পড়ে মনে হলো আসলে এরকম কিছু একটা নিয়ে লেখার সময় হয়েছে। আমরা গরীব হতে পারি, দুর্বল হতে পারি আর্থ সামাজিক দিক থেকে, কিন্তু তাই বলে আমি আমার মা মাটিকে বেচে তো দেই নি! অন্তত দেহে এতটুকু শ্বাস থাকতে কি এই নিয়ত করতে পারি না যে দেশ এবং মা এর জন্য এ জীবন যখন তখন কুরবান? আমি পারি, আমি পারবো, আপনারা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।