আমাদের কথা খুঁজে নিন

   

কত সহজে ভুলে যায়!

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!

আমি যেমন ছিলাম এখনো তেমন আছি, আসলে না আরো গরিব হয়েছি। কিন্তু গরিব হলে কি হবে যেমন ছিলাম তেমন আছি। আজো আমি কবিতা লেখি, লেখা লেখি করি, যেমন এই পোস্ট লেখছি, আপনাদের মাথার মগজ ফেনা করছি এবং করব। কারণ, আমি লেখা লেখি করতে ভালোবাসি। তবে মাঝে মাঝে আমার খুব কষ্ঠ হয়, হবার কারণ অনেকের জন্য অনেক কিছু করি, নিজের সময় এবং পয়সা নষ্ট করি।

ওরা কাকুতি মিনতি করে। নাম পাষাণ হলেও আমি আবার মোমের মত গলে যাই কেউ মিনতি করলে। আমাদের এক কউন্সেলর আজ টাউনহলে গিয়ে উপাদি নিয়ে এল। দুখের কথা হল পাস করার পর একটা ফোন করে বললনা সে যে পাস করেছে। আমি জানতাম ভোট শেষ আমাকে আর চিনবেনা।

যাউগ্গা, আপনারা আমাকে ভুলতে পারবেন্না কারণ আমি তা হতে দেবনা। এইত গরিব এবং জনগনের জীবন, আমরা কষ্ট করি কিন্তু ওরা পরে আমাদেরকেই গোলাম বানাতে চায়, পুড়া কপাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।