আমাদের কথা খুঁজে নিন

   

আইন প্রতিমন্ত্রী স্বীকার করলেন, মীর কাসেম আলী যুদ্ধাপরাধী নন

সত্যের সাথে সুন্দরের পথে

মাস খানেক আগে দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর বিদেশ গমনের পর প্রশ্ন ওঠেছিল, যুদ্ধাপরাধী হওয়া সত্বেও বিমানবন্দরের ভিইপি লাউঞ্জ দিয়ে তিনি কিভাবে আকাশে উড়াল দিলেন ? বলা হয়েছিল, তিনি ভয়ে পালিয়েছেন। আবার কথা ওঠেছে, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিদেশে গিয়ে তিনি তদবির করতে পারেন। অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরে এসেছেন বাংলাদেশে। আর ফিরবেন না কেন? বাংলাদেশ কি তার জন্মভূমি নয়? তিনি তো অপরাধী হিসেবে পালিয়ে যাননি, গিয়েছেন ব্যবসায়িক প্রয়োজনে। ধর্মের কল বাতাসেই নড়ে।

আইন প্রতিমন্ত্রী গত রোববার তথাকথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, মীর কাসেম আলী অভিযুক্ত যুদ্ধাপরাধী নন। তাহলে তার বিরুদ্ধে যে সব অপপ্রচার চালানো হয়েছে সেসবের দায়-দ্বায়িত্ব এখন কে নেবে ? আসলে এভাবেই একদিন প্রমাণিত হবে, জামায়াতে ইসলামীর কেউই যুদ্ধাপরাধের সাথে জড়িত নন। এখন হয়তো তাদেরকে কোণঠাসা করার হীন উদ্দেশে নানা ধরণের কল্প-কাহিনী প্রচার করা হচ্ছে। তবে এতে তারা সামাণ্য পরিমাণও বিচলিত নন। অতীতেও তাদের অপরাধ কেউ প্রমাণ করতে পারেনি, ভবিষ্যতেও পারবেনা, ইনশাআল্লাহ।

সত্য সমাগত, মিথ্যা অপসৃত । । আল-কুরআন । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।