তাশফী মাহমুদ
পাইরেসির অভিযোগে পাঠানো কারণ দর্শানোর চিঠির জবাব দিতে অভ্র সফটওয়্যারের নির্মাতা অমিক্রন ল্যাবের প্রতিষ্ঠাতা মেহ্দী হাসান খানকে আরও ১৫ দিন সময় দিয়েছে কপিরাইট অফিস। যথাযথ প্রমাণপত্র সংগ্রহের জন্য সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে কপিরাইট অফিস গতকাল রোববার এ সিদ্ধান্ত নিয়েছে।
রেজিস্ট্রার অব কপিরাইট (উপসচিব) মো. মনজুরুর রহমান প্রথম আলোকে জানান, উকিলের মাধ্যমে মেহ্দী হাসান খান গতকাল কারণ দর্শানোর চিঠির জবাব দিতে আরও এক মাস সময় বাড়ানোর আবেদন করেন। কপিরাইট অফিস সেই আবেদনপত্র বিবেচনা করে ১৫ দিন সময় বাড়িয়েছে। ২৩ মের মধ্যে মেহ্দী হাসান খানকে কারণ দর্শাতে হবে।
এ ব্যাপারে মেহ্দী হাসান খান বলেন, ‘কারণ দর্শানোর চিঠির জবাব দিতে যেসব প্রমাণপত্র লাগবে, সেসব সাত দিনের মধ্যে জোগাড় করা সম্ভব নয়। তাই আমরা সময় বাড়ানোর আবেদন করেছি। ’
অবৈধভাবে বিজয় কিবোর্ড লে-আউট সফটওয়্যারের মধ্যে ব্যবহার করায় ২৫ এপ্রিল কপিরাইট অফিসে অভ্রের নির্মাতা অমিক্রন ল্যাবের বিরুদ্ধে পাইরেসির অভিযোগ আনেন বিজয়ের পেটেন্ট ও স্বত্বাধিকারী আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার। অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাপারে মেহ্দী হাসান খানকে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলে ২৯ এপ্রিল চিঠি পাঠায় কপিরাইট অফিস। এরপর গতকাল মেহ্দী হাসান খানের আবেদনের ভিত্তিতে কারণ দর্শানোর সময় ২৩ মে পর্যন্ত বাড়ানো হলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।