আমাদের কথা খুঁজে নিন

   

কী হতে পারতাম.......

আমি একজন অতিসাধারণ মানুষ, স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্ন আছে বলেই এখনও বেঁচে আছি

খুব ছোট্ট বেলার কথা, আমাদের গ্রামের বাড়ীর সামনেই মসজিদ। একদিন স্কুল থেকে ফিরে দেখি মসজিদে অনেক লোক। অন্যান্য শিশুদের মতো আমারও কৌতুহল ছিল তবে লুকিয়ে দেখতে যাইনি,গিয়েছিলাম প্রকাশ্যে। জেনেছিলাম তারা আল্লাহর রাস্তার লোক। চলে যাবার সময় বৃদ্ধ আমির সাহেব আমার চাচাকে বলেছিলেন-এই ছেলে বড় হয়ে পরহেজগার হবে। আজ সাধারণ অলসতায় নিয়মিত নামায পড়া হয়না!! স্কুলে পড়ার সময় শিক্ষকরা বলতেন এত মেধাবী ছাত্র খুব কম দেখেছেন, বলতেন বড় হয়ে কিছু হবে...সর্বশেষ কবে পরীক্ষায় প্রথম হয়েছিলাম ভুলে গিয়েছি। এস.এস.সি পরীক্ষায় স্টার মার্কস না পাওয়াতে অবাক হয়ে বলেছিলেন,আশ্চর্য ছেলেটার বোর্ড স্টান্ড করার সামর্থ ছিল!! বিশ্ববিদ্যালয় পড়ার সময় বিতর্ক করতাম, কেউ কেউ বলেছিল, আমার সভাপতি হওয়া উচিত-বর্তমানে আমি অবসর প্রাপ্ত!! লেখালেখি করতাম, স্যাররা বলেছিলেন, ছেলেটার লেখার হাত আছে, বর্তমানে আমি হিসাব রক্ষকের কাজ করি!! সময় পেরিয়ে গেছে....সবাই ভাবতো আমি এটা হবো, ওটা হবো...অথচ কিছুই হতে পারিনি... (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।