যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
সাইবার ক্যাফে এবং আমাদের কিশোর সমাজ
সাইবার ক্যাফে এবং আমাদের কিশোর সমাজ-২
সাইবার ক্যাফে, আমাদের কিশোর সমাজ এবং ছোট্ট একটি উদ্যোগ
বাংলাদেশে ১৫ বছর ঊর্ধ্ব জনগোষ্ঠী প্রায় ৮ কোটি। মোট জনসংখ্যা যদি ১৫ কোটি ধরি তাহলে ১৫ বছরের নিচের জনগোষ্ঠী প্রায় ৭ কোটি। ১২-১৬ বছর পর্যন্ত বয়সটাকে কৈশোরকাল ধরলে কিশোর বয়সী ছেলে-মেয়ের সংখ্যা ২ কোটির কম হবে না।
অর্থাৎ দেশে বর্তমানে কমপক্ষে ২ কোটি কিশোর আছে যারা আমাদের ভবিষ্যত প্রজন্ম। আমরা এই প্রজন্মের জন্য কি করছি?
এই কিশোরদের ভবিষ্যত সুরক্ষার জন্য আমাদের একটি ভিশন নিয়ে এগুতে হবে। তথ্যপ্রযুক্তি বর্তমানে আমাদের জীবনের অনুষঙ্গই হয়ে গেছে বলা চলে। এই কিশোর সমাজকে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে তাদের দ্বারা ভবিষ্যত নেতৃত্ব গড়ার পথ সুগম করে তুলতে হবে।
ব্যাপক কোন আয়োজনের মধ্য দিয়ে নয় আমরা প্রাণের টানে ক্ষুদ্রভাবেই এই কাজটি শুরু করতে পারি।
প্রয়োজন আমাদের সামান্য একটু উদ্যোগ। এই সামান্য উদ্যোগটিই একসময় ছড়িয়ে পড়তে পারে দেশব্যাপী। আমরা আপনাদের সবার সহায়তায় একটি প্রচেষ্টা হাতে নিতে চাই।
প্রিয় বন্ধুরা,
আগামী ১৪ মে শুক্রবার বিকাল ৪.০০ টায় একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারের বিষয়ঃ তথ্যপ্রযুক্তি এবং আমাদের কিশোর সমাজ।
স্থানঃ
ইএফএলবিডি সেমিনার কক্ষ ।
বাড়ি নং-০১, রোড নং-০২
ছনটেক প্রধান সড়ক
(নর্দার্ন ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ রোড)
ছনটেক, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬।
০১৭২৭-২৬২১৯৫
অনুষ্ঠানসূচিঃ
বিকাল ৪.০০ টাঃ আমন্ত্রিত শিক্ষার্থী এবং অভিভাবকদের রেজিস্ট্রেশন এবং আসন গ্রহণ।
বিকাল ৪.৩০ টাঃ সেমিনারে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের আগমন এবং আসন গ্রহণ।
বিকাল ৪.৪৫ টাঃ শুভেচ্ছা বক্তব্য।
বিকাল ৪.৫০ টাঃ প্রবন্ধ উপস্থাপন। বিষয়ঃ কর্মসংস্থানমূলক শিক্ষা এবং একটি বিনিয়োগ পরিকল্পনা।
বিকাল ৫.০০ টাঃ শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সম্ভাবনা বিষয়ক আলোচনা এবং বক্তব্য উপস্থাপন।
আলোচনায় অংশ নেবেন-
জনাব এসএম মাসুদুল ইসলাম, আইটি প্রফেশনাল। (ব্লগার নীলসাধু, প্রথম আলো ব্লগ)
জনাব বাবুল হোসেইন, আইটি ইঞ্জিনিয়ার।
(ব্লগার বাবুল হোসেইন, সা.ইন.ব্লগ)
জনাব মোঃ খায়রুজ্জামান, সহকারি পরিচালক, ডি.নেট। (ব্লগার দূর্ভাষী, সা.ইন.ব্লগ)।
বিকাল ৫.৪৫ টাঃ উন্মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব।
সন্ধ্যা ৬.০০ টাঃ সেমিনারের সমাপ্তি এবং চা-চক্র।
(আরও কয়েকজন ব্লগার বন্ধু ইএফএলবিডি কম্পিউটার লার্নিং সেন্টারে আসবেন বলে জানিয়েছিলেন।
আপনাদের সবাইকে ১৪ মে শুক্রবারের এই সেমিনারে অতিথি হিসেবে আমন্ত্রণ। আগামীকাল বিতরণের জন্য কার্ড ছাপাবো। সুতরাং আপনারা যাঁরা সেমিনারে উপস্থিত থাকতে চান, দয়া করে মন্তব্যের ঘরে নাম দিন। )
(যে কোন প্রয়োজনে-০১৭২৭-২৬২১৯৫)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।