zene bolun
প্রতিটি ধম্মই আসলে একই কথা বলে। মুহাম্মদ বা কৃস্ন বা বুদ্ধ বা যিশু সবার একই কথা----শান্তি।
শান্তি বজায় রাখতে প্রতিটি মানুষেরই মানব ভক্তির বিকল্প নাই।নিজের মার হাতের রান্না যেমন অন্য সবার চাইতে প্রিয় ,সেরুপ নিজ ধম্মও সবার প্রিয়। যে এসব জানা সত্তেও অন্য ধম্মের বিষাদাগার কিংবা অন্য ধম্মের সাথে নিজ ধম্মের তুলনা দিয়ে বারবার শ্রেষ্ঠত্ব দাবী করতে চেষ্টা করে সে এক প্রকার নিজ ধম্মকে হেয় করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।