Let the wind blow out the candles
আজকে মা দিবস।
হলিউডি ছবি-টিভি সিরিজ টিরিজ দেখলে মা-দিবস, বাবা দিবস এই দিনগুলোর মোটামোটি একটা তাৎপর্য খুজে পাওয়া যায়। ওদেশে হোম আছে। বুড়ো হলে বাপমাকে ঠেলে পাঠিয়ে দেওয়া হয় ওখানে। সারাবছর খবর রাখে নাকি নাকি রাখে, সেটা জানার দরকার নাই।
যারা রাখে, তারা হয়তো ভোদাই। যারা নিজেদের বৌ-বাচ্চা-গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত, ওদের তো একটা দিন উইশ করার জন্য দরকার হয় তাই না! সামহোয়ারের আরিল্ড সাহেবের একটা লেখা আমার মনে ধরেছিল - লেখাটা ছিল অনেকটা এরকম - একটা বার্গারের ছবি, সেটা মনেহয় যুগলেরা বেশ মাখামাখি করে খাচ্ছে। সম্ভবত: কেএফসি টাইপ কোনকিছু ভালবাসা দিবস উপলক্ষে এরকম এড বের করেছিল। এইসব জাতের জায়গাগুলোতে পহেলা বৈশাখের আগে - বিজয় দিবসের আগে, সুন্দর করে বাংলাদেশের পতাকা টতাকা লাগিয়ে উদযাপন করা হয়, মনে হয় বাঙালির চেয়ে ওদেরই যেন দরদ বেশি! ভালবাসা দিবসে যেমন বার্গার! ভালবাসার বাণিজ্যিকিকরণ!
একটা জিনিস ঠেলায় করে বেচলে কারো ভাল্লাগেনা। সুন্দর একটা কর্পোরেট প্যাকেটে মুড়ে দিলে ওটা গেলার জন্য সবার লালা পড়তে থাকে।
৫ টাকার জিনিস ৫০০ টাকায় কিনলেও মন ভরে যায়, মানসিক শান্তি! আহা - এর ওপরে কিছু নাই। বাণিজ্যিকিকরণ - অনুভূতি আবেগের বাণিজ্যিকিকরণ - এসব বস্তাপচা আতলামী ডায়ালোগ শুনতে শুনতে কান পচে গেছে সবার। আতেলদের দেখতেও ভাল লাগে না। কোথায় চশমুস দাতাল নার্ডির আর কোথায় মুখে দশ-বারোটা প্রলেপ লাগানো কর্পোরেট মডেল! আগরতলা আর চৌকির তলা!
সব ব্লগ - কমিউনিটি সাইট মা দিবসে মুখর আজ। এগুলো হয়তো কর্পোরেট বাতাসে ভেসে আসা ট্রেন্ড নয়।
সবাই আসলেই মা'কে ডেডিকেট করছে আজকে। দেখতে ভালো লাগে, তবে নিজেকে মনে হয় আবারো অসামাজিক! আমি মা'কে কিছুই ডেডিকেট করিনাই আজকে। বলিও নাই একবার, শুভ মা দিবস, মা! আমার মা'ও বেরসিক, সে বছরের আর দশটা দিন যা করে, আজও তাই করছে। আমি ঘুরে বেড়ালাম একা একা পুরোনো শহরটায়। থমথমে, বাতাসহীন শহর।
জমজমাট পার্কটা যেন কবর হয়ে গেছে কোন কারণে - বিরক্ত আমি আসলাম বাসায়, এখনো দিন শেষ হয়ে যায়নি। উইশ হয়তো করা যায়, গিফ্ট আনিনি কোন, তাতে কি! তাও করবো না। রোজকার মত জ্বালানো শুরু করলাম মা'কে। আমার মা এতেই আনন্দ পায়!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।