আমাদের কথা খুঁজে নিন

   

মা তোমায় নিয়ে

আপাতত রেস্টে আছি! :)

কিভাবে লিখবো তোমায় নিয়ে গান বা কবিতা! শত বিশেষন শত উপমাও যথার্থ লাগে না, কোন শব্দে করবো বয়ান আমি যে তোমায়, টেবিলে থাকা অভিধানটাও যে নিঃস্ব হয়ে যায়। তবু মা বলছি শোনো,যখন থাকি দূরে, শুধুই তোমার আবাস থাকে আমার হৃদয়পুরে, তৃষ্ণার্ত দু'চোখ আমার তৃপ্ত হয় দেখলে তোমায় মামণি, সে আমিই হই দিশেহারা দেখলে তোমার চোখে পানি। তোমার স্নেহকে কখনো মনে হয় "দারুণ যন্ত্রণা", তোমার সাবধানতা যেন নিছক মিছে ভাবনা। তাইতো ভ্রু কুঁচকে চেচিয়ে উঠি,"থামো তো মামণি, বাইরের জগৎটা তোমার চে আমি ভালো চিনি। " জানি না,তুমি এসব বোঝো নাকি একদমই বোঝো না, শুধু জানি,তোমায় ছাড়া থাকতেই পারবোনা।

***কবিতাটি অনেক আগে,স্কুল জীবনে লেখা। লেখার পর "শিশুতোষ" মনে হওয়ায় অনেক দিন কবিতাটিকে দূরে সরিয়ে রেখেছিলাম। কিছুদিন আগে হঠাৎ করেই কবিতাটি খুঁজে পাই। আজ এত দিন পর মনে হচ্ছে এর চে "পরিণত" ভাবনা আমার জীবনে কখনো আসেনি। মা দিবস হোক ৩৬৫ দিন।

সবাইকে শুভেচ্ছা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।