আমাদের কথা খুঁজে নিন

   

কামচাতকা'র চমৎকার বরফ গুহা

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক দেখতে চোখ জুড়ানো এই চমৎকার বরফ গুহার অবস্থান রাশিয়ার কামচাতকা উপদ্বীপে । প্রায় এক কিলোমিটার লম্বা এই টানেল যা মুট্ নভোস্কি আগ্নেয়গিরি পাশে অবস্থিত এবং তৈরি হয়েছে বসন্তের উষ্ণ জলধারা দিয়ে । সম্প্রতিক বছরগুলোতে এই আগ্নেয়গিরির উপরিভাগের হিমবাহ গলতে শুরু করায় সূর্যের আলো যখন ভিতরে প্রবশে করে তখন এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়।। কামচাত্কা উপদ্বীপ যা রাশিয়া পূর্বে অবস্থিত প্রকৃতির এক ব্যাতিক্রমরূপে বেষ্টিত । কি নেই এখানে? বিশাল আগ্নেগিরি, হূদ, খরস্রোতা নদী এবং অপরূপ তটরেখা। ১৯৯০ সাল পর্যন্ত এখানে সর্বসাধারণের প্রবশাধিকার ছিল না তবে বর্তমানে যে কেউ এখানে যেতে পারে । নেট থেকে সংগৃহিত  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।