কবিতা মনের কথা বলে।
যে দিন আমার জন্ম হলো মায়ের উদর থেকে
জড়িয়ে নিলো মা আমায় দুগ্ধ দিয়ে মুখে।
জীবন দানে বিশ্ব ব্যাপী হয় না তুলনা
মা হলোরে জীবন মরন, মা যে শান্তনা।
জগ্ত জুড়ে মাগো তুমি,আঁধার ঘরের আলো
মা বিহীন সবই অন্ধকার,জীবন প্রদীপ জ্বালো।
জননী জন্মভূমি সন্তানের হয় প্রিয়
জন্ম মিত্যু তোমার কোলে এ আশির্বাদ দিও।
বিশ্ব জুড়ে তোমার স্মৃতি আমার চোখে আসে
একটু কিছু হলে তোমার চোখের জলে বুক ভাসে।
যেখানে যা ভালো দেখি তোমার অবয়ব
জীবন মরন পূজার অর্ঘ্য তুমি, এ জীবনে সব।
এক দিনে কি হয় মা বলো তোমায় শ্মরন করা?
তোমার রক্ত মাংস দিয়ে আমার দেহ গড়া।
সাড়া বছর হয় যেন মা তোমার স্মৃতির দিন
দিবস নিশি হৃদয় মাঝে বাজে তোমার বীন।
চরন ছাড়া করো না মা,তোমার আশীস দিও
ভূল গুলো সব ক্ষমা করে,তোমার বুকে নিও।
সন্তানের বেহেস্ত তুমি,আমার বুকের ধন
জান্নাত তোমার পায়ের নীচে মুক্ত সর্বক্ষন।
ক্ষনে ক্ষনে মনে পড়ে তোমার সকল স্মৃতি
সকল কাজে প্রেরনা পাই, তুমিই আমার জ্যোতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।