দুনিয়া ঐ ব্যক্তিরই থাকার জায়গা যার থাকার কোন জায়গা নেই। আর ঐ ব্যক্তির জন্যই সম্পদ যার জ্ঞান বুদ্ধি নেই।
আনেক দিন পর এলাম, সবাইকে সালাম।
আমি মা দিবস মানি না। কারণ, মায়ের জন্য কোন দিবস থাকা উচিত নয়।
মায়ের জন্য প্রতিটি দিন, সমান অনুভূতি, সমান মমতা, সমান ভালবাসা থাকতে হবে। শুধু বছরে একদিন মনে করলে চলবে না।
কানাডায় একসময় জন্ম ও মৃত্যুর হার জির ছিল। কারণ ওখানে ছেলে মেযে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বাবা ও মায়ের কোনো খবর রাখে না।
এক বাসায় একজন বয়স্কা মহিলা ছিল, প্রতি দিন একলোক তাকে দরজার সামনে দুধ দিয়ে যেতো রোজ হিসাবে।
একবার পর পর দু,তিন দিনের দুধ দরজার সামনে জমা হওয়া দেখে দুধ দেওয়ার লোকটা পুলিশ এ কবর দেয়, পুলিশ এসে দরজা ভেংগে দেখে মহিলা ঘরের ভিতর মরে রয়ছে।
পরে পুলিশ খোজ নিয়ে দেখে মহিলার ছেলে মেয়ে আছে অথচ কোনো খোজ খবর নেয় না...........। .......এ ঘটনাটি আমার এক স্যার ক্লাশ এ বলেছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।